পরিমল বিশ্বাস, বাঘারপাড়া সংবাদদাতা:
এবার বিশ্বমঞ্চে লাল সবুজের পতাকা উড়ালেন বাঘারপাড়ার রায়পুর ইউনিয়নের সন্তান সৌরভ সমাদ্দার। সম্প্রতি মালয়েশিয়ার লাংকাউইতে অনুষ্ঠিত কঠিনতম ট্রায়াথলন (সাঁতার, সাইক্লিং ও দৌড়ের সমন্বয়ে ক্রীড়া) আয়রনম্যানের দুই ফরম্যাটের প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ১৪ জন বাংলাদেশি।
আয়রনম্যান ট্রাকার অ্যাপ ও ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুসারে, পূর্ণদূরত্বের আয়রনম্যান প্রতিযোগিতা সম্পন্ন করেছেন দেশের সবচেয়ে অভিজ্ঞ আয়রনম্যান মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত, আরিফুর রহমান ও ডা. সামিউল হাসান। আর অর্ধদূরত্বের ৭০.৩-এ অংশ নিয়ে সফল হয়েছেন সৌরভসহ ৯ বাংলাদেশি ট্রায়াথলেট। তাদের মধ্যে প্রথমবারের মতো মারিয়া নামে এক নারীও রয়েছেন।
বিরতিহীন এ প্রতিযোগিতার সাড়ে ৮ ঘন্টায় সমুদ্র ১.৯০ কিলোমিটার সাঁতার, ৯০ কিলোমিটার সাইক্লিং এবং ২১ কিলোমিটার দৌড় সম্পন্ন করতে সৌরভ সময় নিয়েছেন ৭ ঘন্টা ৩৮ মিনিট। আয়রনম্যান প্রতিযোগিতার বৈশ্বিক আয়োজক ওয়ার্ল্ড ট্রায়াথলন করপোরেশন (ডব্লিউটিসি)।
সোমবার দেশে ফিরে সৌরভ এ প্রতিবেদকে বলেন, ‘ট্রায়াথলন প্রতিযোগিতায় সবচেয়ে কঠিন পর্ব ছিলো সাইক্লিং। যেখানে প্রায় সম্পূর্ণ পথই আমাকে সাইকেল চালাতে হয়েছে পাহাড়ি রাস্তায়। পাহাড় থেকে নামার সময় সাইকেলের স্প্রিড থাকে ঘন্টায় ৬০ কিলোমিটারের ওপর। আর এই গতিতে ইউটার্ন নিতে হয়েছে। পথে যেতে অনেক প্রতিযোগিকে দুর্ঘটনার শিকার হয়ে পড়ে থাকতে দেখেছি।’
বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের বিষ্ণু সমাদ্দারের ছেলে সৌরভ সমাদ্দার। তিনি অগ্রণী ব্যাংকের রাজধানীর চুড়াইন বাজার শাখা ব্যবস্থাপক। চাকরির পাশাপাশি সাঁতার, সাইক্লিং ও দৌড় অনুশীলন করে থাকেন। গত বছরের ২৮ ডিসেম্বর ৫ ঘন্টা ২ মিনিটে টেকনাফের শাহ পরীর দ্বীপ থেকে সেন্টমার্টিন পর্যন্ত ১৬.১ কিলোমিটার সাঁতার কেটে বাংলা চ্যানেল পাড়ি দেন সৌরভ। ‘ষড়জ অ্যাডভেঞ্চার’ ও ‘এক্সটিম বাংলা’ আয়োজিত ১৮তম এ আসরে দেশি-বিদেশি ৪৩ জন সাঁতারু অংশ নেন।