লেখকঃ দেবিকা রানী হালদার।
“ডেভিল হান্ট” হলে সাধারণ জনগনের অনেক লাভ! জাপানের মত ছয় বছরের শিশু থেকে ১৬ বছরের যুবতী নিরাপদে রাত ২ টায় ও রোডে ঘাটে রেলে বাসে চড়তে পারবে, কেউ তাকে টিজিং করবে না! আমাদের দেশে মন্দির মসজিদে ৬ বছরের শিশু ধর্ষণের শিকার হয় যা পত্রিকার পাতায় হরহামেশাই খবর হয়! ওয়াজ নসিহত পূজা পার্বণের কোন অভাব নাই! “শয়তান শিকার” যদি নিরপেক্ষ হয় সেনাবাহিনী ও সরকার বাহবা পাবেন শতভাগ মানুষের। বেহেশতে/ স্বর্গে যাবে এদেশের মানুষ লাইন ধরে! পাপী না থাকলে পাপ হবে না! সাধারণ মানুষ নিশ্চিতে জীবন যাপন করবে, এবাদত করবে!
“ডেভিল হান্ট” যদি ডেভিল জন্ম দেয় অর্থাৎ জেলের এতদিনের সন্ত্রাসী ছেড়ে দিয়ে যদি নতুন “শয়তানের” সজ্ঞা তৈরি হয় তাহলে এ্যাঞ্জেল ছাপ হবে “ডেভিল” ভরপুর হবে দেশ!
৫ ই আগষ্ট হাসিনা তাড়াবার পর আমরা নতুন সূর্য দেখার আগেই বিএনপি নামক দলটা ক্ষমতায় বসে গেলো, চাঁদাবাজি, দখল বানিজ্যে নেমে গেলো, আওয়ামীলীগ নাই মানে জাতীয়তা বাদীর বাংলাদেশ!
কিন্তু বর্তমান বিএনপি রাজনৈতিক নেতারা এত
পারিনামদর্শী নয় ! তারা কাল কি হবে ভাবেন না! নির্বাচন হবে, এবং লেভেল প্লে ইয়ং ফিল্ড হচ্ছে। বিএনপি তে উচ্ছিষ্ট ভোগী বেশী, একদিন এই দল থেকেই জামায়াতের পাল্লা ভারি হবে। তখন ই নির্বাচন হবে এবং জামাত ক্ষমতায় আসবে!
১৯৭১ সাল সামনে না আনলে জামাতের লোক গুলো অপেক্ষাকৃত সৎ, এ কথা শত্রু ও অস্বীকার করবে না! তবে বাংলাদেশ কে গ্রহন করে ক্ষমতায় আসতে হবে, পাকিস্তান বানানোর চেষ্টায় গেলে আবার সংঘর্ষ হবে, পরাজিত হবে জামাত। জামাতের আমীর মুক্তি যোদ্ধা পরিবার থেকে আগত যতদূর জানি, বিএনপি অনেক ক্ষতিগ্রস্ত হবে আগামী দিনে আওয়ামীলীগ থেকে ও
ক্ষুদ্র লেখক হিসাবে আমি এমন টা মনে করি! ৩২ নাম্বার ভাঙতে বিএনপি কথা না বলায় মনে মনে খুশি তারা!
তারেক জিয়া সাহেব দেশে আসতে পারবেন না, নেতৃত্বহীন বিএনপি আবার ডুবে যাবে কালের অতলে, “অপারেশন ডেভিল হান্ট” বিএনপির সেই দাবী “নির্বাচন করার লেবেল ফিল্ড গ্রাউন্ডের” কাজ করছে! নির্বাচনে যাওয়ার পথ পরিস্কার করছে! নির্বাচন হবে এবং ২০০৮ সালের নির্বাচনে আওয়ামীগের ৪৮% ভোট এবং বিএনপির পাওয়া ৩৫% ভোট থেকে জামাতের ভোট জোগাড় হবে, জটিল আওমী ভোট দল ছুট হয়ে জামাতে যাবে না কিন্তু বিএনপির ভোট ছুটবে এবং জামাতের ভোট ব্যাংক উপরে উঠে আসবে !
পাঠক, মনে রাখবেন আমার ভবিষ্যৎ বাণী, ভোট ক্যালকুলেশন এবং নির্বাচন কবে এবং কেন দেরি?