শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৯:২৭ পূর্বাহ্ন

ইরানের পিছে দাঁড়াও হে মুসলিম বিশ্ব

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ৩২ Time View

লেখক: ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

আজ যদি ইরানের পিছে না দাড়ায় সারা মুসলিম বিশ্ব তারা একদিন অস্তিত্ব হারাবে! মহা পরিকল্পনা আছে মুসলমান অস্তিত্ব বিনষ্ট করার এই “ইসরায়েল” নামক বিষ ফোড়া দিয়ে। ইসরায়েল তাদের সেনাদের এমন এমন পোশাক ও শিক্ষা দেয় সারা মধ্য প্রাচ্যের শাসক হবে তারা! এমন টা কি শুধু ইসরায়েল চায় নাকি তাদের গডফাদার মার্কিন ও পশ্চিমারা চায়? তারা চায় ‘ফোরাত’ থেকে ‘নীল নদ’ তাদের সীমানা! একদিন মুসলমানদের তীর্থ ভূমি “মক্কা মদিনা” নিয়ে নেয়ার পরিকল্পনা আছে!
আজ ইরানের পিছে না দাঁড়ালে “মিশর সিরিয়া ইরাক জর্ডান সৌদি আরব ইহুদি দখলে চলে যাবে আজ অথবা কাল! আঙুল চুষতে হবে মুসলমান নামক জাতির! আজ চার বিবি সোনার বিমান, স্বর্ন নির্মিত গাড়ী, সিড়ি, টেবিল, চেয়ার টয়লেটে ব্যবহারের বিলাসিতা করতে হবে না! ইসরায়েলের তৈরি ম্যাপ তেমন আভাস দেয়!

প্রিয় পাঠক, ইহুদি রাস্ট্র ফিলিস্তিন ভুখন্ডে হবে এই পরিকল্পনা যিনি করেছিলেন তাকে ইহুদি জাতির পিতা বলা হয়! ভসরতের গান্ধী, পাকিস্তানের জিন্নাহ, আফগানিস্তানের জহির শাহ, তুরস্কের আতাতুর্ক, ইন্দোনেশিয়ার সুকর্ন, বাংলাদেশের মুজিব যেমন জাতির জনক তেমনি ইসরায়েলের রাস্ট্রের জনক হচ্ছেন “থিওডোর”! তিনি প্যালেস্টাইন ভূখন্ডে ইহুদি রাস্ট্র ইসরায়েল হবে সে পরিকল্পনা দিয়েছিলেন! Theodor promoted reinstalls Jeaish in one place at Palestine land to make a Jeaise State! সে জন্য তিনি জাতির পিতা! Thedor Here মরে গেছেন সেই ১৮৮২ সালে কিন্তু ততকালীন মার্কিন প্রেসিডেন্ট ট্রুম্যান ও বৃটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট তার পরিকল্পনা বাস্তবায়ন করে দেন!

পাঠক, বৃহৎ ইসরায়েল বাস্তবায়ন মার্কিন ও পশ্চিমা বিশ্বের সবুজ সংকেত থাকবে সেভাবেই সহায়তা চলে আসছে যা চার বিবি নিয়ে ঘুমানো বিলাসবহুল জীবনযাপন কারী মুসলিম বিশ্বের চোখে পড়ছে না! আমরা দেখছি তার আলামত!
কেন ইসরায়েল শত ড্রোন পাঠিয়ে হামলা চালানোর পর নেতানিয়াহু যুদ্ধের সমাপ্তি ঘোষণা করলেন? আর-ও বৃহত্তর পরিকল্পনা আছে! কাঠুরিয়ার মত একে একে তরু শাখা নিধন করে যাচ্ছে, হামাস নেতা ইসমাইল হানিয়া, হিযবুল্লাহ নেতা নাসরুল্লা, ইরান সামরিক উপদেষ্টা কাসেম সোলায়মানী কে হত্যা করে ফেলেছে দু-মাসের ভিতর! তাদের সন্ধান, অবস্থান কে জানিয়েছে, বেহেশতে ঘর যাদের প্রস্তুত আছে মনে করা কোন এক বেঈমান মুসলমান, তাই এত নিখুঁত নিশানায় হত্যা করতে পেরেছে! সারা মুসলিম বিশ্বের সম্ভবত ৫৬ টা দেশ এবং ২৩% মুসলমান বিশ্বের প্রতিনিধিত্ব করে তারা বিবি রেখে বিছানা থেকে গা ঝাড়া দিয়ে ওঠেন নাই বিশ্বে মাত্র ০.২% ইহুদির কর্মে! যত দায় যেন ইরানের! এদেশ হাফ মুসলমানদের সাথে আলাপ করবেন, ইরানের মুসলমান ‘শিয়া’ বলে মুসলিম হিসাবে তাচ্ছিল্য করে কথা বলে!
বাংলাদেশে কারা প্রবেশ করতেছে বা কতদিন পর বৃহৎ ইহুদি রাস্ট্রের আওতায় যাবে আল আকসার মত “মক্কা মদিনা’ তা তাদের বুঝাতে গেলে আপনাকেই ইহুদি বানায় ছাড়বে! যারা বিজ্ঞান শিক্ষা হারাম, নারী শিক্ষা হারাম, দুনিয়ায় দু’দিনের মেহমান বুঝায় আর মধ্য প্রাচ্যর কোটি কোটি টাকা দান নিয়ে রাজধানী তে ২/৪/৫ টা বাড়ীর মালিক হয় তাদের এতদূরের কথা বুঝাতে গেলে জুটবে নাস্তিক খেতাব!

ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশকে ভালোবাসেন!ফিলিস্তিন ইরানের জন্য দোয়া করবেন না বরং মার্কিন ইসরায়েল কে দেবতা ভাবুন!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102