শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:১৮ পূর্বাহ্ন

কেমন আছো বাংলাদেশ -পর্ব ২

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ৫৪ Time View

লেখকঃ দেবিকা রানী হালদার

ত্রানের টাকা কি গেছে বন্যাদুর্গতের হাতে ? আমি আমরা তো সরকারের উদার পূর্তি করতে টাকা দেই নাই, এক বেলার খাবার না খেয়ে এক সপ্তাহের বাজার টাকা বাচিয়ে দেয়া টাকা দুর্গত দের দিয়েছি, আপনার উপদেষ্টাদের না!

কত শুনেছি আওয়ামী সরকার শেয়ার বাজার ধ্বংস করেছে। আপনারা ৫৮ হাজার কোটি টাকা লুঠ করলেন কেন? মিথ্যা হলে পেপার পত্রিকা সংবাদ প্রতিবাদ করেন না কেন? গতকাল শেয়ার বাজারে পতনের ধারা অব্যাহত ছিলো, ১২ হাজার কোটি টাকা মূলধন কমেছে, তার মানে কি আপনার সরকারের উপর আস্থা হারিয়ে সবাই মূলধন তুলে নিচ্ছে? একই দিনে ৩০৬ টা কোম্পানির শেয়ার মূল্য কমেছে মাত্র ৬৩ টার দাম বেড়েছে বাকী গুলো কেউ কেনে নাই! একনজরে দেশের আর্থিক সংকট প্রকট বোঝা যায়!

একযোগে ইসরায়েলের ১০০ যুদ্ধ বিমান ইরানে আক্রমণ করেছে! ইরান কে পাল্টা আক্রমণ করতে মার্কিন সরকার না করেছে! বাংলাদেশ কোন পক্ষে! স্বৈরাচার হাসিনা ও তার বাবা শেখ মুজিব থাকলে ইসরায়েলের বিরুদ্ধে অন্য মুসলিম দেশের মত কড়া বিবৃতি দিতেন! মুজিব হাসিনা আপনার মত বিশ্ব মুসলিম তালিকা ভুক্ত ঈমানদার মুসলমান ছিলেন না। কিন্তু বাংলাদেশ কে O I C ভুক্ত করেছেন, ইসলামি ফাউন্ডেশন করেছেন, তবলিগ কে ২৬০ একর জমি দিয়েছেন তুরাগ তীরে, ইসরায়েলের স্বীকৃতি প্রত্যাখান করেছিলেন মুজিব! হাসিনা ৫৫৬ টা মডেল মসজিদ করেছেন, কওমি মাদ্রাসা কে স্বীকৃতি দিয়েছেন, গরিবের জন্য বিধবা ভাতা, বৃদ্ধ ভাতা, গুচ্ছ গ্রাম, বিনামূল্যে প্রতি উপজেলায় খাসজমি বন্দোবস্ত ও বিল্ডিং করে দিয়েছেন! বাংলাদেশ নামক দেশটাকে
বিশ্ব রেসে তুলে নিয়েছেন, বাজার মূল্য হাতের নাগালে রেখেছেন, পর্যটক দের জন্য কক্সবাজার সেন্ট মার্টিন অবাদ যাতায়াত রেখেছেন!

আপনি সেন্ট মার্টিনে যাতায়াত লিমিটেড করলেন কেন? ১৯৭১, ১৯৭৪ এর দুর্ভিক্ষ যুদ্ধ পীড়িত দেশ ও সেন্ট মার্টিন বিক্রি হয় নাই! নিক্সনের সেন্ট মার্টিনে সামরিক ঘাঁটির প্রস্তাব প্রত্যাখান করেছিলেন! তাকে জীবন দিতে হয়েছে কিন্তু জাতীর সাথে বেঈমানী করেন নাই!
কেন ভারতকে ইলিশ মাছ দিলেন, কেন
ভারত ছেড়ে চীনের সাথে বন্ধুত্ব গাঢ় করতে পারলেন না। কেন আজ-ও চীনের সাথে হাসিনার ২০১৮ সালের তিস্তা রিজার্ভার চুক্তি মত কাজে হাত দেন না, এই সরকার কেন ভারত প্রীতি দেখাবে?
সামরিক সরকার জিয়া তো চীনের সাথে বন্ধুত্ব গড়েছিলেন! ভারতকে ও সেভেন সিস্টার্স অস্থির করবো, চিকেন নেক খেয়ে ফেলবো এমন আহম্মকি কথা বলেন নাই! কারন তার সাথে ও ছিলো কিছু ঝানু রাজনীতিবিদ বদরুদ্দোজা শাহ আজিজ যাদু মিয়াদের মত লোক হোক আপনার মত ‘৭১ আগের শক্তি কিন্তু রাজনৈতিক নেতা ছিলেন তারা। আপনার তো একজন যাদু মিয়া নাই!

দ্রব্য মূল্য কমান, গ্যাস ঘাটতি কমান, লোডশেডিং কমান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বৈরাচারের আমলের মত করেন, কোন রিকশাওয়ালা ভ্যানওয়ালা সিএনজি টেম্পু ওয়ালা কাঁচা মাল বিক্রেতা শহর থেকে গ্রাম পর্যন্ত দেশের বর্তমান অবস্থায় সন্তুষ্ট নয় কিছু তোষামোদ কারী ছাড়া!

এখন ও কেন পুলিশের লাশ ঝুলন্ত পাওয়া যায়, কেন শিক্ষককে হয়রানি হতে হয়, পরীক্ষা চলয়মান মেডিকেল কলেজে ঢুকে নারী ডাক্তারি পড়তে পারবে না বলে অস্ত্র লাঠিসোটার ভয় দেখানো হয়। দেশ কে মধ্য যুগিয়ো বর্বরতায় নেয়ার উদ্দেশ্য কি?
দেশের চেইন অব কমেন্ট কই? আপনি যে দলকে পরোক্ষভাবে সমর্থন দিয়ে দোকান পাট দখল চাঁদাবাজির অবাধ লাইসেন্স দিয়ে রেখেছেন, ক্ষমতায় পরোক্ষভাবে বিএনপি সেই বিএনপির ব্যারিস্টার রুমি ফারহানা বলেছেন, “৫ ই আগষ্ট ২০২৪ এর পর আমি আমার জীবন কে নিরাপদ মনে করি না! যিনি সব চেয়ে বেশী সোচ্চার ছিলেন সংসদে ও বাহিরে হাসিনা সরকারের বিরুদ্ধে, তিনি আপনাকে নিরাপদ বোধ করেন না কেন? ক্ষমতায় থাকার অধিকার আপনি একজন কট্টর হাসিনা বিরোধী লোকের কথায় হারিয়েছেন! এটা বুঝতে কোন রাজনৈতিক পন্ডিত হওয়া লাগে না।
ভারত ইংল্যান্ডে ট্রেন এ্যাক্সিডেন্ট করে মন্ত্রী পদত্যাগ করেন আপনি সে ইতিহাস দেখন না?

প্রধান বিচারপতি থেকে শত-শত শিক্ষক ভিসি অধ্যাক্ষকে পদচ্যুত করতে কোন নিয়মকানুন আইন মানা হয়েছে কি? দেশের সর্বোচ্চ সন্মানিত পদ রাষ্ট্রের প্রেসিডেন্ট তাকে মাস্তান দিয়ে তাড়ানোর চেষ্টা কি বিশ্বে আপনার খ্যাতি বর্ধিত হয়েছে নাকি নির্লজ্জতার কফিনে শেষ পেরেক টাও ঠুকলেন?

আপনার আইন উপদেষ্টা আসিফ নজরুলের উপর বেশী নির্ভর করলে বেশী ভরা ডুবিতে পড়বেন কারন তিনি একমাত্র ব্যক্তি যার রিক্সা ওয়ালা থেকে
কাঁচা মাল বিক্রেতা পারিবারিক ব্যক্তি জীবন থেকে উপদেষ্টা জীবন সবচেয়ে বেশী নির্লজ্জ সমালোচনা মুখর সারা বাংলাদেশ!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102