জসিম তালুকদার, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম:
গত ২৩ অক্টোবর ২০২৪ নাভানা ফার্মা কর্তৃক আয়োজিত সাইন্টিফিক সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিশেষ ভাবে ভুমিকা রাখায় বাংলাদেশ রুরাল মেডিকেল প্রেকটিশনার ওয়েলফেয়ার সোসাইটি বাঁশখালী উপজেলা শাখার পক্ষ থেকে বিশেষ সম্মাননা পেলেন বাঁশখালী উপজেলা শাখার কার্যনির্বাহী সভাপতি ডা. আমিনুল ইসলাম আমিন।
গতকাল ২৩ অক্টোবর, বুধবার দুপুরে বাঁশখালী উপজেলা শাখার বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটির চিকিৎসকদের নিয়ে নাভানা ফার্মা কর্তৃক আয়োজনে বাঁশখালী উপজেলাস্হ প্রশিকা অফিসের হল রুমে এক সায়েন্টিফিক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে ২০২৪ সালে নবগঠিত কমিটির ১ম সাইন্টিফিক সেমিনারে ডা. আমিনুল ইসলাম আমিন উপস্থিতি হয়ে বিশেষ ভুমিকা রাখায় পরিচালনা পর্ষদ সন্তুষ্টি হওয়ায় সংগঠনের পক্ষ থেকে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়। উক্ত সম্মাননা ক্রেস্ট হাতে তুলে দেন বাঁশখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডা. এস এন রাসেল ও সিনিয়র সহ-সভাপতি ডা. জসিম উদ্দীন মাহমুদ তালুকদার।