শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
কবিতাঃ স্বাধীনতার জয় সুবিধাবঞ্চিত শিশুদের সি ইউ সি স্কুলের শিক্ষা উপকরণ বিতরণ ও বই উৎসব অনুষ্ঠিত মোরেলগঞ্জে জাতীয় সমাজসেবা দিবসে অসহায়, দুস্থদের মাঝে অনুদানের চেক বিতরণ কটিয়াদীতে স্ত্রীর ধর্ষণ মামলায় স্বামী আটক জনসচেতনতা তৈরিতে কাজ করছে ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটি কটিয়াদীতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণ প্রতিবন্দী স্বামীকে নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন রায়গঞ্জের বানু বেগম নরসিংদীতে জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ কল্যাণরাষ্ট্র গঠন বিষয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভূমিকা এবং তরুন প্রজন্মের প্রত্যাশা বিষয়ক র‍্যালি ও মুক্ত আড্ডা জামালগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন জগন্নাথপুরে জননী টাইলস এন্ড স্যানিটারী মার্ট উদ্বোধন

বনানী-কাকলী ক্রসিংয়ের রাইট টার্ন বন্ধ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

Coder Boss
  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৭৫ Time View

সোহরাব হোসেন, বিশেষ প্রতিবেদকঃ

ঢাকা ময়মনসিংহ হাইওয়ে সড়কের চাপ সামলাতে ও রাজধানীর যানজট নিরসনে কাকলী বনানী ক্রসিং এর রাইট টার্ন বন্ধ করেছে গুলশান ট্রাফিক বিভাগ। তবে এর সুফলতা নিয়ে সাধারণ নাগরিকদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় চলছে আলোচনা-সমালোচনা। মিশ্র প্রতিক্রিয়া করেছেন অনেকে। কেউ কেউ আবার ক্ষোভ ঝেড়েছেন। কেউ আবার সাধুবাদ জানিয়েছেন।

কয়েকজন চালকের সঙ্গে কথা হলে বলেন, রাইট টার্ন বন্ধ করার জন্য ধীর হয়ে যাচ্ছে গাড়ির গতি। ফলে তৈরি হচ্ছে যানজট। বিশেষ করে অফিস আওয়ারে এবং অফিস আওয়ার শেষে যানজট তীব্র হচ্ছে। এর প্রভাবে আমতলী-গুলশান সড়কে ও ওয়্যারলেস গেইট এলাকার অলিগলিতেও দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে। রবিবার (২৭ অক্টোবর) দেখা গেছে যানজটের ভয়াবহ চিত্র।

এর আগেও বনানী-কাকলী রাইট টার্ন বন্ধ করেছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। পরে আবার সিদ্ধান্ত পরিবর্তন করে খুলে দেওয়া হয়।

সম্প্রতি মহাখালী ভিত্তিক একটি ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে জানতে চাওয়া হয়, “বনানী কাকলী, কবরস্থান সিগন্যালের ইউটার্ন বন্ধ!
এ বিষয়ে আপনার অভিমত কি?”

এতে কমেন্ট করে সানোয়ার ইসলাম রুবেল নামক একজন জানিয়েছেন, ‘এখন মহাখালী থেকে কাকলী বনানী পার হতে এক থেকে দেড় ঘণ্টা লাগে। অফিস যেতে অনেক লেট হয়।’

জুনাইদ হাসান কমেন্ট করেছেন, ‘জাস্ট কাকলী থেকে গুলশান দুই যাবার টা ওপেন করলেই এনাফ। এক্সপেরইয়েন্স থেকে বললাম।’

স্বপন আলী কমেন্ট করেছেন, ‘অফিস থেকে যাওয়ার সময় ৩০ মিনিট বেশি লাগে। খুলে দিলে ভালো হয়।’

এ সংক্রান্ত আরেকটি পোস্টে মুরশেদ মঞ্জুর নামে একজন কমেন্ট করেছেন, ‘এটা একটা ভালো ডিসিশন।’

হোসাইন মনোয়ার কমেন্ট করেছেন, ‘This is likely to create a stand still situation to traffic using Baridhara DOHS bypass road from Uttara to Gulshan-2, and vice-versa , thereby reducing traffic movement for the residents of Baridhara DOHS towards Gulshan end & Staff road rly crossing.’

বনানী-কাকলী সড়কে চলাচলকারী সাধারণ নাগরিকরা মনে করেন সকলের মতামতের ভিত্তিতে এই রাইট টার্ন বন্ধ করা উচিত ছিল। তারা দাবি করেন এটি বন্ধ করে সাধারণ মানুষের কর্মঘন্টা নষ্ট হচ্ছে। এছাড়া নেভি ও চেয়ারম্যানবাড়ি ইউটার্ন দুটি সঠিক জায়গায় করা হয়নি বলে মনে করেন অনেকে।

উল্লেখ্য, গুলশান ট্রাফিক বিভাগের সড়কের যানজট নিরসনের উদ্দেশ্যে কাকলী বনানী ক্রসিং এর রাইট টার্ন বন্ধ করা হয়েছে সম্প্রতি। গুলশান ট্রাফিক বিভাগ জানায়, এখন থেকে গুলশান-২, বনানী হয়ে সকল যানবাহন কাকলী পয়েন্টে বামে ঘুরিয়ে চেয়ারম্যান বাড়ি ইউটার্ন ব্যবহার করে উত্তরার দিকে যেতে পারবে।

এছাড়া, গুলশান-২ থেকে বনানীর-২৭ নাম্বার রোড (বনানী কবরস্থান রোড) হয়ে এয়ারপোর্ট রোডের বাম দিকে টার্ন করে চেয়ারম্যান বাড়ি ইউটার্ন ব্যবহার করে এয়ারপোর্টের দিকে যাওয়া যাবে।

এ ব্যাপারে গুলশান, বনানী, বারিধারা, কাকলীসহ সংশ্লিষ্ট এলাকার সড়ক ব্যবহারকারী নাগরিকদের বিবেচনাপূর্বক ইউটার্ন ব্যবহার করে চলাচল করার জন্য বিশেষভাবে অনুরোধ করে ট্রাফিক গুলশান বিভাগ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102