স্টাফ রিপোর্টার:
জাতীয় শিক্ষা পদক-২০২৪ এ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, ফুলগাজী উপজেলা শাখা কর্তৃক শিক্ষক গাজী আরিফ মান্নানকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রদান অনুষ্ঠানে ক্রেস্ট তুলে দেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুলতানা রাজিয়া ও ইউআরসি ইনস্ট্রাক্টর জসিম উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আনিসুল ইসলাম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ফুলগাজী উপজেলা শাখার সভাপতি ও পশ্চিম ঘনিয়ামোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছলেহ উদ্দিন আহমেদ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ফুলগাজী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আবু মুসা মজুমদার, গোসাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, বন্ধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইলিয়াস, দক্ষিণ তালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনসহ ফুলগাজী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তাবৃন্দ।
এ বিষয়ে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রাপ্ত গাজী আরিফ মান্নানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার পেশাগত জীবনে এ এক অমূল্য অর্জন। এই সম্মাননা আমাকে কাজে উৎসাহ জোগাবে। আমি চাই এ উদ্দীপনা সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক। সংশ্লিষ্ট সকলের প্রতি সীমাহীন কৃতজ্ঞতা প্রকাশ করছি।