বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:৪৮ অপরাহ্ন

একজন মানবিক মানুষ বাঘারপাড়ার -সৌরভ সমাদ্দার

Coder Boss
  • Update Time : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ৩৬ Time View

পরিমল বিশ্বাস, বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা:

সাদা মনের মানুষ, নিরহংকারী সদাহাস্যজ্বল যে ভাবেই তাকে বিশ্লেষণ করি না কেন সবকিছুকে ছাপিয়ে তিনি একজন মানবিক মানুষ, আমাদের সৌরভ সমাদ্দার। একজন ক্রীড়া অনুরাগী ব্যক্তিত্ব,যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নের রামকৃষ্ণ পুর গ্রামের বিষ্ণু সমাদ্দার এক মাত্র ছেলে সকলের
সুপরিচিত মুখ সৌরভ সমাদ্দার, চাকরির সুবাদে থাকেন রাজধানীর চুড়াইন বাজার শাখার অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক। চাকরির পাশাপাশি সাঁতার, সাইক্লিং ও দৌড় অনুশীলন করে থাকেন। গত বছরের ২৮ ডিসেম্বর ৫ ঘন্টা ২ মিনিটে টেকনাফের শাহ পরীর দ্বীপ থেকে সেন্টমার্টিন পর্যন্ত ১৬.১ কিলোমিটার সাঁতার কেটে বাংলা চ্যানেল পাড়ি দেন সৌরভ সমাদ্দার।

সম্প্রতি মালয়েশিয়ার লাংকাউইতে অনুষ্ঠিত কঠিনতম ট্রায়াথলন (সাঁতার, সাইক্লিং ও দৌড়ের সমন্বয়ে ক্রীড়া) আয়রনম্যানের দুই ফরম্যাটের প্রতিযোগিতায় অংশ নিয়ে সফলতা অর্জন করেন তিনি।

ইতিমধ্যে নিজ জন্মভূমি যশোরের বাঘারপাড়া ও রাজধানীর চুড়াইন জনপদের মানুষের হৃদয় জয় করেছেন। মানুষের দুঃখ দূর্দশা কিছুটা হলেও লাগুব করার জন্য মানবিক কাজ গুলোতে তিনি সময় দেন, অর্থ ব্যয় করেন একটা ক্ষুদা দারিদ্র্য মুক্ত সুন্দর সমতার সমাজ গড়ার প্রত্যয়ে,তিনি স্বপ্ন দেখেন আগামীর সম্ভবনাময় বাংলাদেশ বির্নিমানের কারিগর শিশুদেরকে নিয়ে। আমরা সকলেই জানি আজকের শিশু আগামীর বাংলাদেশ। এই বাণীতে তিনি মহিয়ান হয়ে অসহায় ছিন্নমূল শিশুদের শিক্ষা স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নশীল জীবন দিতে নানা মুখী পরিকল্পনা হাতে নিয়েছেন ও বাঘারপাড়া উপজেলার সামাজিক অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন,,, আমি নই আমরাই সেবা সংঘ,, এর মাধ্যমে সহযোগিতা করে থাকেন।তিনি
এলাকা ভিত্তিক খেলাধুলা গুলোকে উৎসাহ প্রদান করে থাকেন।যখনই শুনেন কেউ জাতীয় পর্যায়ে যশোরের সুনাম অর্জন করেছেন তাদেরকেই ডেকে এনে প্রশংসা করেন,বুকে জড়িয়ে নেন পরম মমতায়।

সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই” এই বোধ শক্তি প্রবল ভাবে তাঁকে টানে,গভীর ভাবে তিনি বিশ্বাস করেন সৃষ্টিকর্তা ও সৃষ্টির রহস্যে ঘেরা মানব প্রকৃতি। তিনি প্রতি নিয়ত নিজেকে আবিস্কার করেন এক ভিন্ন ও মানুষের কল্যানে নিবেদিত প্রান হিসেবে।তিনি ভাবেন মানুষ হয়ে জম্মানোর সার্থকতা সেখানেই যারা দেশ ও দশের চিন্তা করে, নিজের জন্য বাঁচে না সকলের তরে বাঁচে।সকলের তরে নিজেকে বিলিয়ে দিয়ে সন্তুষ্ট থাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102