মিজানুর রহমান, নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দায় দেড়যুগ পর বাংলাদেশ জামায়াতে ইসলামী সংগঠনের গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৭ অক্টোবর রবিবার বিকাল ৩ টায় উপজেলার সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামি সংগঠনের বিশাল গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গণ সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী নগরকান্দা উপজেলা শাখার আমীর মাওলানা মোঃ সোহরাব হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা সাঈদী ফাউন্ডেশন এর চেয়ারম্যান ( আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর পুত্র) শামীম সাঈদী,প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা শাখার আমীর মাওলানা মোহাম্মদ বদরুদ্দীন, বক্তব্য রাখেন নগরকান্দা, সালথা উপজেলার জামায়াতে ইসলামী সংগঠনের নেতাকর্মী। হাজারো জামায়াতে ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ গণ সমাবেশে যোগ দেন।