নিন্দুক বাবু নিন্দা করে
নিন্দাটা ঠিক বোঝে,
নিজের দোষটা ঢাকতে সদা
অপরের দোষ খোঁজে ।
মনে শুধু বিষ ঝরে তার
ধান্দাবাজির চেষ্টা,
মিথ্যা কথার চাটুকতায়
মেটায় মনের তেষ্টা।
নিন্দুক বাবুর কষ্ট বাড়ে
শুনলে কারো ভালো,
নাইতো মনে মানবতা
মনটা যে তার কালো।
পরচর্চা পরনিন্দা
নিন্দাবাজের কর্ম,
নিজের স্বার্থ করতে পূরণ
হারায় মানব ধর্ম।
হিংসার পাপে মত্ত সে যে
হিংসা ভরা মনে,
হিংসা নিন্দা নয়তো ভালো
বলেন গুণী জনে ।।