সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১০:০৩ অপরাহ্ন

কবিতা: শূন্যতা

Coder Boss
  • Update Time : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৩৫ Time View

কলমে: মোঃ আব্দুল রহমান

সূর্য ওঠে আবার ডোবে,
সত্যিই কি ঐ গগনে চিরন্তন রবি ওঠে?
চন্দ্র ওঠে আবার হারায়,
কখনো রজনী কখনো দিবস
সম্মিলনে পূর্ণতা পায় ঐ ব্রহ্মাণ্ডের হৃদে।
এবং তার অন্তরে বাস করে
এই সবুজ বসুন্ধরা, যার হৃদে মানবের
কলতান, যা কখনো কালের স্রোতে
বহমান, কখনো ভিন্ন প্রজাতির আহ্বান !
তাজা তাজা প্রাণ যাচ্ছে হারিয়ে,
সবকিছুই লাগছে কেমন ফিকে;
ফ্যাকাশে রক্ত, ভীষণ শুষ্কতা, নেই প্রাণবন্ত !
এ যেন এক গরল সাগরের বুকে শূন্যতা!
ঐ আকাশে তারারা লিখে চলে,
ধরণীর বুকের প্রাণবন্ত ফুল ঐ গগনে ভাসে,
প্রকৃতির নিয়মে ঠাঁই পেয়েছে তাঁরা।
ধীর স্রোতে সবই যাচ্ছে চলে,
চেতনার কিছুই নেই আর বিশ্ব-মাঝারে।
জ্ঞান, গরিমা, অহংবোধ দিচ্ছে পাড়ি,
বেজে উঠবে কখন সেই কালের ঘড়ি!
এইবারে বুঝবে মোহ জগত ছাড়ি,
ভাসিয়ে কালের স্রোতে জীবনের অন্তিম তরী,
কিছুই নেই বক্ষস্থলে,
কেবল শূন্যতা ! শুধুই শূন্যতা ! ভীষণ শূন্যতা !

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102