কলমেঃ মোহাম্মদ সাগর
কালো মেঘের আঁধারের মতো কাটছে জীবন,
এতো আঁধার কালো মেঘের মাঝে কেউ নাই আপন।
নিভু নিভু তারা জ্বলে ঔ না আকাশে,
একবার ও ভেবে দেখি নি কতই না ক্ষত আছে।
দিন পুরালে জীবনের আকাশে আসে কত মেঘ,
পাল্টে গেছে জীবনের গতি, আঁকা বাঁকা বেগ।
ধিকিধিকি জ্বলে আলো ঔ না আকাশে,
তাঁরার মতো জ্বলছে হুদয় কেউ না তা জানে।
চাঁদের মতো হারিয়ে গেছে জীবনের যত সুখ,
কালো মেঘে ডেকে গেছে জীবনের সব সুখ।
যদি আবার চাঁদের আলো ফিরে, ঔ না আকাশে,
দেখা যাবে চাঁদের আলো কালো মেঘের পাশে।
নিভে যায় নি চাঁদের আলো শুধু হারিয়ে গেছে,
সাদা রঙের কালো বর্নে উঠবে আবার ভেসে।