কলমে: মোঃ জাবেদুল ইসলাম
মেঘেরা উড়ে দুর আকাশে,
অজানা কোনো দেশে।
সব মেঘগুলো এক সাথে,
তারা যাচ্ছে ভেসে ভেসে।
মেঘেরা উড়ে দুর আকাশে,
স্বপ্ন ডানা মেলে।
নীলের দেশে দমকা হাওয়ায়,
স্বপ্ন খেলা খেলে।
সকাল বিকাল উড়ছে মেঘ,
সাদা কিংবা কালো।
আমি শুধু তাকিয়ে দেখি,
মেঘগুলো অপূর্ব ভালো।
মেঘেররা উড়ে নীল আকাশে,
হয় না উড়া শেষ।
দলবদ্ধ হয়ে হয়ে মেঘেরা,
উড়ছে দারুণ বেশ।
মেঘেদের সাথে পাখিরা এসে,
বলছে মেঘের রাণী।
আমরা কিন্তু তোমাদের সাথে,
ভাসতে সবাই জানি।