কলমে: মোঃ জাবেদুল ইসলাম
মানুষ বড় স্বার্থপর যেন,
স্বার্থের লোভে ঘুরে।
স্বার্থ ফুরালে মানুষগুলো
যায় চলে অনেক দুরে।
স্বার্থের তরে মানুষ সব,
আপন তারা হয়।
স্বার্থ ফুরালে মানুষেরা,
কেউ কারো নয়।
স্বার্থ ছাড়া দুনিয়াতে,
এমন মানুষ নাই।
স্বার্থ আছে যেখানে,
মানুষ আছে তাই।
আপন আপন ভাবি যারে,
সে তো আপন নয়।
স্বার্থের সুযোগ নিতে,
আপন তোমায় কয়।
ভালোবাসলে তারে,
সে আঘাত করে।
স্বার্ ছাড়া ভালো কেহ,
এই দুনিয়ায় নাই।
স্বার্থের কাছে বর্তমানে,
সবাই পরাজিত হয়।
স্বার্থ ছাড়া এই সমাজে,
কেউ কাহারো নয়।