কলমে: ধীরেন্দ্র কুমার দেবনাথ শ্যামল
—————————-
জোনাকি পোকা ছোট অতি
কিন্তু যেন ভাই,
আঁধার রাতে পথ দেখাতে
তার তুলনা নাই।
দিনের বেলায় যা না দেখা
সন্ধ্যা কালে অতি,
দলবেঁধে চলে ওরা একসাথে
হাজার জ্বালায় বাতি।
মিটি মিটি জ্বলে আলো দেখতে
অতি শোভা পায়,
একসাথে নিভে জ্বলে চলে
রাঙা নুপুর পায়।
ধরতে গেলে যায়না ধরা
অতি চালাক তাই,
শীতের দিনে সন্ধ্যাকালে
তাইতো আলো পাই।