০১- হেমন্তে
———————————–
ফুলের মত সুন্দর হেমন্ত হাঁটতে থাকি
তার শুভশ্রীতে এসেছে নীরব সুখ অপলক দৃষ্টিতে চেয়ে আছে ধরণী বর্ষা ও শরৎ বিদায়ে তার সময়ে আসবে শীত বসন্ত।
দুধ সাদা আকাশে অন্ধকার হবে বিদায়
শেষ হওয়া রাতের মনোরম দৃশ্য ভোরের দিগন্তে বসবে প্রজাপতির মেলা।
হেমন্ত তার গল্পের বিষাদ হারিয়ে
শর্তহীন সুখ কাছে টেনে নিবে।
০২- আবার
————————————
আবার তোমার কথাগুলো কবিতা হবে
কানে বাজবে তোমার পায়ের মল
সমস্ত রাত কেটে যাবে জোসনা বিলাসে
পূর্ণিমার আলোয় আলোকিত হবে আমার সমস্ত শহর ও গলি পথ।
আবার তোমাকে পেয়ে আমার সব কবিতারা পাঠকের হৃদয়ে ফিরে পাবে পূর্ণ যৌবন
দুঃখ রাত শেষে ভোরের কল-কাকলিতে আসবে প্রভাত
তোমার ভালোবাসার সুখে ভরে থাকবে সারা দিনের সময়।