মোহাম্মদ আব্বাস উদ্দিন, ব্যুরো চীফ, চট্টগ্রাম:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ভবানীপুরে রমজান আলী সিকদার পাড়া ৩ নং ওয়ার্ডে এক অসহায় নারীর বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
৪ এপ্রিল, শুক্রবার সকাল ১০ টায় বাড়ি ভাংচুর ও লুটপাটের খবর পাওয়া যায়। মরহুম মোহাম্মদ ফরিদের স্ত্রী বেবী আক্তার কান্না জড়িত কন্ঠে বলেন- গুরা মিয়ার ছেলে আব্দুল মালেক (৬৫) ও হবিবুর রহমান (৬০) এর নেতৃত্বে ২০/৩০ জন ভাড়াটিয়া বাহিনী নিয়ে তাঁর বাড়িঘর ভাংচুর করে। এসময় বাড়ির জিনিস পত্র লুটপাট করে এবং তাদের যাকাত ফিতরার জমানো টাকা পয়সা নিয়ে যায়। এছাড়াও হাড়িপাতিল, বেডবিছানা ও বিদ্যুৎ মিটারও ভেঙে পেলে দেয়। ভুক্তভোগী অসহায় পরিবারের লোকজন খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে।
এব্যাপারে আহমদ হোসেনের পুত্র আবু তৈয়ব (২৯) লোহাগাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ নং ৮৫৯/২৫। থানার ডিউটি অফিসার মোহাম্মদ মাসুক অভিযোগটি গ্রহন করেন এবং তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ সদস্য পাঠিয়েছেন। তাছাড়া ভুক্তভোগী পরিবার সেনা বাহিনী কমান্ডার লোহাগাড়া উপজেলা সিটিজেন পার্কে অবস্থিত ক্যাম্পে যথাযথ পদক্ষেপের জন্য একটি অভিযোগ দায়ের করেন বলে জানিয়েছেন বাদী আবু তৈয়ব।