মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম জেলা প্রতিনিধি:
লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের এমচর হাট বাজারে ৩ মার্চ, সোমবার আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়েছে।বাজার মনিটরিং পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার
মুহাম্মদ ইনামুল হাছান।
মনিটরিং চলাকালে দেখা যায়,বেশ কিছু ব্যবসায়ী মূল্য তালিকা প্রদর্শন না করে অধিক মূল্যে পণ্য বিক্রি করছেন এবং পাইকারি ক্রয়ের রশিদ সংরক্ষণ করছেন না। এসব অনিয়মের কারণে ৪ জন ব্যবসায়ীকে মোট ১৮,০০০/- (আঠারো হাজার টাকা) জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজারে বাজারের প্রত্যেক ব্যবসায়ীদের যথাযথ নিয়ম মেনে চলার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
বিশেষ করে সমস্ত পণ্যের মূল্য তালিকা প্রদর্শনকরা পাইকারি ক্রয়ের রশিদ সংরক্ষণ করা ও ন্যায্যমূল্যে বিক্রি নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরো জানানো হয়েছে জনস্বার্থে এই ধরনের অভিযান নিয়মিত চলবে,যাতে রমজান মাসে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে থাকে এবং সাধারণ ক্রেতারা কোনো ধরনের ভোগান্তির শিকার না হন।