রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদীতে ৫বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে এক মুদি দোকানিকে গ্রেফতার করা হয়েছে। কটিয়াদী উপজেলার লোহাজুড়ী ইউনিয়নের উত্তর ঝিরার পাড় গ্রামে গতকাল ২৮শে মার্চ এই ঘটনা ঘটেছে। উক্ত ঘটনায় ভুক্তভোগী মেয়েটির পিতা কটিয়াদী মডেল থানায় একটি ধর্ষণ চেষ্টার মামলা করে। যার ফলে একই এলাকার মুক্তোর উদ্দিনের ছেলে দোকানদার হাবিব মিয়া (৩৫)কে গ্রেফতার করে মডেল থানা পুলিশ। এলাকাবাসী সূত্রে জানা যায় শিশুটি একই এলাকার মোদি দোকানদার হাবিব মিয়ার দোকানে গতকাল বিস্কুট কিনতে গেলে দোকানদার হাবিব মেয়েটিকে কৌশলে দোকানের ভিতর নিয়ে ধর্ষণের চেষ্টা চালালে, এক পর্যায়ে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে মেয়েটিকে উদ্ধার করে এবং দোকানি হাবিব কে আটক করে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ এসে জনতার হাত থেকে হাবিবকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে কটিয়াদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উক্ত ঘটনায় মেয়ের বাবা কটিয়াদী মডেল থানায় একটি মামলা আদায় করলে শিশু ধর্ষণ চেষ্টায় মোদী দোকানি হাবিবকে গ্রেপ্তার করে কিশোরগঞ্জ জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।