স্টাফ রিপোর্টার:
গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা থানাধীন ৩৮ নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর সেচ্ছাসেবক লীগ নেতা হাজী মনিরের বিরুদ্ধে জোরপূর্বক জমিসহ বাড়ি দখল করে নেয়ার অভিযোগ করেছে বাড়ীর মালিক।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, সাড়ে ১৭ শতাংশের ওই জমিতে তিনতলা বিশিষ্ট বাড়ীটির মালিক মিনারা বেগম। জমিটি তার পৈত্রিকসূত্রে তিনি পেয়েছিলে এবং এখানে বাড়ি নির্মান করেন।দীর্ঘদিন যাবৎ তার ভাইদের সাথে এ জমি নিয়ে বিরোধ চলছিলো। গত ১৩/১২/২০২৩ ইং তারিখে কাউন্সিলর হাজী মনিরের সহযোগিতায় তার ভাই হাবিবুর রহমান বাড়িটি দখলে নিয়ে নেয়।
মিনারা বেগম বলেন এই জমিটি আমার বাবা আমাকে ১৯৯৫ সালে হেবা করে দেন।তখন থেকে আমি এই জমি ভোগ দখল করে আসছি এবং এখানে নিজের কষ্টার্জিত অর্থে বাড়ি নির্মান করি। কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশন ঘোষনার পর থেকে হাজী মনিরের মদদে আমার ভাইয়েরা আমার জমিটি জবর দখলের চেষ্টা করে আসছিলো। ইতি পূর্বে জমিটি দখলে বাধা দেয়ায় তার ছোট ছেলে আরমান হোসেন কে অপহরন করে হত্যা করা হয়েছে বলেও ভুক্তভোগী অভিযোগ করেন।
জমি-বাড়ি জবর দখলের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নিয়েছেন কিনা!? জানতে চাইলে মিনারা বেগম বলে, মামলা না করার জন্য আমাদেরকে প্রতিদিন নানা ভয়-ভীতি প্রদর্শন করা হচ্ছে।
বাড়িটির সামনে মালিকানা সংক্রান্ত একটি সাইনবোর্ড টাঙ্গানো দেখা যায়।
সংবাদ প্রতিবেদন সংগ্রহে গেলে হাবিবুর রহমান ও তার সহযোগীরা প্রতিবেদককে লাঞ্চিত করে এবং ফটো তুলতে বাধা দেয়।
সিটি কাউন্সিলর হাজী মনির অভিযোগ অস্বীকার করে বলেন, এটি তাদের পারিবারিক জমি নিয়ে অভ্যন্তরীন কোন্দল এতে আমার কোন সম্পৃক্ততা নেই।
এলাকার বাসিন্দারা জানিয়েছেন, জমি নিয়ে দীর্ঘদিন ধরে এই পরিবারে বিরোধ চলছিল। তবে কাউন্সিলরের ভূমিকা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে।
বিষয়টি নিয়ে স্থানীয় আওয়ামীলীগ ও সেচ্ছাসেবক লীগে নেতাদের কাছে জানতে চাওয়া হয়।তবে এ বিষয় কেউ মন্তব্য করতে রাজী হননি।
অন্যদিকে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন