এস এম সালমান হৃদয় বগুড়া:
বগুড়ার গাবতলীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সাব্বির হাসানের লাশ ২মাস ১৬দিন পর উত্তোলন ছাত্র আন্দোলনে নিহত নবম শ্রেণীর স্কুল ছাত্র সাব্বির হাসানের (১৪)দাফনকৃত লাশ ১৬অক্টোবর বুধবার গাবতলীর তেলিহাটা মধ্যপাড়া গ্রামের কবরস্থান থেকে উত্তোলন করা হয়েছে জানা গেছে গাবতলী সুকানপুকুর ইউনিয়নের তেলিহাটা গ্রামের মধ্যপাড়ার মোঃ শাহিন আলম প্রাং এর ছেলে সুকাপুকুর উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীতে লেখাপড়া করতো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট বিকেল পাঁচটায় আনন্দ মিছিলে অংশগ্রহণ করতে গিয়ে শিহিপুর পশ্চিম পাড়া পাকা রাস্তায় আওয়ামীলীগের নেতা কর্মীদের হামলায় নির্মন ভাবে নিহত হয়। সাব্বির হাসানের লাশ ময়না তদন্ত ছাড়াই গ্রামে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয় এর পর নিহতের বাবা বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ করে ও ২০/৩০জন কে অজ্ঞাত ১৫ই আগস্ট সোনাতলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন মামলা নাম্বার ০৬ এরপেক্ষিতে সোনাতলা থানার অফিসার এসআই আক্কাস আলী আদালতের নির্দেশে সুষ্ঠু তদন্তের জন্য ১৬ অক্টোবর বুধবার দুপুরে সাব্বির হাসানের লাশ কবরস্থান থেকে উত্তোলন করে ময়না তদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে পাঠানো হয় উক্ত সময়ে উপস্থিত ছিলেন মোঃ আবু শাহামা এ,ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসন বগুড়া, সোনাতলা থানার ওসি মিলাদুল নবী,সোনাতলা থানার এসআই আক্কাস, গাবতলী মডেল থানার এস আই পলাশ, ওয়ার্ডের ইউপি সদস্য শামসুল হক, সহ হাজার হাজার জনতার ভিড়।