আমির হোসাইন, স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় আছমা বেগম (৪৫) নামের এক গৃহবধূকে হাওরে ফেলে এলোপাতাড়ি কুপিয়ে ওই গৃহবধূর সাথে থাকা প্রায় আড়াই লাখ টাকার
স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনাটি ঘটেছে গত ৪ এপ্রিল শুক্রবার বিকাল ৫ টার সময় উপজেলার ৪নং বড়দল উত্তর ইউনিয়নের হলহলিয়া গ্রামের পার্শ্ববর্তী কুফরা হাওড়ে। আহত গৃহবধূ হলহলিয়া গ্রামের সুজাফর আলীর স্ত্রী।
এ ঘটনায় শুক্রবার রাতেই গৃহবধূর ভাসুরের ছেলে জামাল উদ্দিন বাদি হয়ে একই ইউনিয়নের পার্শ্ববর্তী নামেশ্বর গ্রামের আসকর আলীর ছেলে ছিনতাইকারী আসুক মিয়া(৪৮), মাসুক মিয়া(৪৫) এবং আসুক মিয়ার ছেলে মাহিন (২৩) ও মুহিন(২১)কে আসামি করে তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
থানায় অভিযোগ সূত্রে জানাযায়, শুক্রবার সকালে গৃহবধূ আছমা বেগমের স্বামী সুজাফর আলী তাদের পালিত গরু বসত বাড়ির লাগোয়া কুফরা হাওরে ঘাস খাওয়ানোর জন্য ডিগ্লা(দড়ি দিয়ে বেঁধে রাখা) দিয়ে আসে। পরে বিকালে তার স্বামী সুজাফর আলী বাড়িতে না আসায় গৃহবধূ আছমা বিকাল সাড়ে ৪ টার দিকে হাওরে থাকে আনতে যায়। হাওর থেকে গরু নিয়ে বাড়ি ফেরার সময় পূর্ব থেকে উৎপেতে থাকা পার্শ্ববর্তী নামেশ্বর গ্রামের আসুক মিয়া, মাসুক মিয়া, মাহিন ও মুহিন দা দিয়ে এলোপাতাড়ি গৃহবধ আছমার মাথাসহ সারাশরীরে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় আছমার পড়নে থাকা প্রায় আড়াই লাখ টাকার এক ভরি ওজনের স্বর্ণের দোল ও গলায় থাকা আট আনা ওজনের স্বর্ণের চেইন জোরপূর্বক ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে ওই গৃহবধুর পরিবারের লোকজন ও স্থানীয়রা ঘটনার স্থলে এসে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাহিরপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মোঃ পারভেজ ভূঁইয়া জানান, এ বিষয়ে তদন্ত চলছে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।