আমির হোসেন, স্টাফ রিপোর্টার:
রূপে গুণে সম্পদে ভরপুর সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার সীমান্ত যাদুকাটা নদীর ঘাগটিয়া এলাকায় নদীর পাড় কেটে বালু বিক্রি করার সময় বাঁধা দেওয়ায় গরকাঠি গ্রামের আশ্রাফ তালুকদার (৫৫) ও তার ছেলে জুবায়ের আহমেদ২৪) কে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে ঘাগটিয়া গ্রামের বর্তমান ইউপি সদস্য যাদুকাটা নদীর পাড় কাটা সম্রাট মোশাহিদ হোসেন রানু অরোপে রানু মেম্বার ও তার লোকজনের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে গতকাল ৩ ফেব্রুয়ারি সোমবার ভোর রাতে ঘাগটিয়া গ্রামের যাদুকাটা নদীর তীরে বাঁশ বাগান এলাকায়।
পারে তাদের পরিবারের লোকজন খবর পেয়ে ঘাগটিয়া গ্রামের যাদুকাটা নদীর পাড় বাঁশ বাগান এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় আশ্রাফ তালুকদার ও তার ছেলে জুবায়েরকে উদ্ধার করে প্রথম তাহিরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাদের সুনামগঞ্জ সদর হাসপাতালে রেফার করে।
স্থানীয় এলাকাবাসীর ও আহতদের আত্নীয় বোরহান উদ্দিন জানাযায়, বাদাঘাট ইউনিয়ন পরিষদের সদস্য ও ঘাগটিয়া গ্রামের বাসিন্দা মোশাহিদ হোসেন রানু ওরোপে রানু মেম্বারের নেতৃত্বে দীর্ঘদিন ধরে ঘাগটিয়া এলাকায় যাদুকাটা নদীর সরকারি পুকুর পাড়, বড়টেক পাকা রাস্তার মাথা ও বাশঁ বাগান এলাকায় অবৈধভাবে পাড় কেটে কোটি কোটি টাকার খনিজ বালু উত্তোলন করে বিক্রি করে আসছে৷ প্রতিদিনের মতো সোমবার ভোর রাতে রানু মেম্বার, তার চাচাতো ভাই বিএনপি নেতা আবুল কালাম আজাদের ছেলে তালহার নেতৃত্বে ২০/২৫ জনের বালু খেকো একটি সন্ত্রাসী গ্রুপ যাদুকাটা নদীর বাঁশ বাগান এলাকায় ১০/১২ নৌকা লাগিত্ম্যে পাড় কেটে বালু বিক্রি করছে। এমন সংবাদ পেয়ে ভোর সকালের একেই ইউনিয়নের গড়কাটি গ্রামের আশরাফ তালুকদার ও তার ছেলে জুবায়ের তালুকদার বাঁশ বাগান এলাকায় গিয়ে জায়গার মালিকানা দাবী করে রানুব্ব তার লোকজনকে বালু উত্তোলনে বাঁধা দেয়া। এসময় রানু মেম্বার ও তার চাচাতো ভাই তালহাসহ ২৯/২৫ জনের একটি সন্ত্রাসী গ্রুপ
দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে আশ্রাফ তালুকদার ও তার ছেলে জুবায়েরের উপর হামলা করে। এ সময় রানু ও তার লোকজন আশ্রাফ তালুকদার ও তার ছেলে জুবায়েরকে কুপিয়ে ও হাত-পা ভেঙে মৃত ভেবে নদীর পাড়ে তাদের ফেলে রেখে চলে যায়। পরে তার পরিবারের লোকজন খবর পেয়ে ঘাগটিয়ার বাঁশ বাগান এলাকায় যাদুকাটা নদীর পাড় থেকে তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।
স্থানীয় এলাকাবাসী কাছ থেকে ও খোঁজ নিয়ে আরও জানা গেছে,ঘাগটিয়া গ্রামের সরকারি পুকুর পাড় এলাকায় শেইভ মেশিন দিয়ে বালু উত্তোলন করছে ঘাগটিয়া গ্রামে ইউপি সদস্য রানু মেম্বার,মুসা আলাম, কামাল হোসেন, সাইফুল,সুবেল মিয়াসহ ১০-১৫জনের একটি চক্র। এই কারনে ঘাগটিয়া গ্রামের বিলিন হওয়ার পথে রয়েছে। অনেকেই বসত বাড়ি ছেড়ে অনত্র চলেও গেছে। এই পাড় কাটা কোন ভাবেই বন্ধ হচ্ছে না। এ কারনে সচেতন মহলে চরম ক্ষোভ বিরাজ করছে।
এর সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে অবস্থান করছে। এবিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।