মোঃ ইয়া কাহারুল ইসলাম নয়ন
ব্যুরো প্রধান নওগাঁ
নওগাঁয় পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করায় মোফাজ্জল হোসেন নামে এক ভুয়া এসআইকে আটক করা হয়েছে। শনিবার (২২ মার্চ) দুপুরে কাটখইর বাজার ব্রিজ মোড়ে থেকে তাকে আটক করা হয়।
কাজী মোফাজ্জল হোসেন নওগাঁর মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নহলাকালুপাড়া (কাজীপাড়ার) মৃত কাজী মহাসিন আলির ছেলে।
তথ্যটি নিশ্চিত করেছেন নওগাঁর পুলিশ সুপার সফিউল আলম।
সফিউল আলম জানান, মোফাজ্জল প্রায় আড়াই বছরের বেশি সময় নওগাঁর বিভিন্ন উপজেলা পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করে আসছেন এবং নিজেকে নওগাঁ সদর মডেল থানার সাব-ইন্সপেক্টর পরিচয় দেন। এরপর কাজী মোফাজ্জল হোসেন পুলিশের পরিচয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে গিয়ে ভয়ভীতি দেখিয়ে টাকা উত্তোলন শুরু করেন। কাটখইর তিতু ফার্মেসিতে নওগাঁ সদর থানার মসজিদের উন্নয়ন কল্পে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এভাবে বেশ কয়েকটি দোকানে চাঁদা দাবি করেন শাহিন। ইতোপূর্বে হাঁসাইগাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমান ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জালাল হোসেনের কাছ থেকে ভয়ভীতি প্রদর্শন করে ১০ হাজার টাকা হাতিয়ে নেয় এই ভুয়া পুলিশ।
পুলিশ সুপার জানান, ভুক্তভোগীরা বিভিন্ন সময়ে ফাঁড়িতে এসে ‘সাব-ইন্সপেক্টর’ মোফাজ্জল হোসেনের বিরুদ্ধে অভিযোগ করেন। কিন্তু ফাঁড়িতে কর্মরতদের মধ্যে কেউ মোফাজ্জলকে শনাক্ত করতে পারেনি। এবার ভীমপুর ফাঁড়ির পুলিশ সদস্যরা খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে প্রতারক মোফাজ্জল হোসেনকে হাতেনাতে আটক করেন।
জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার কথা স্বীকার করলে তাকে গ্রেপ্তার করে ফাঁড়িতে আনা হয়।
ভীমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রদীপ ব্যানার্জি জানান, সিনিয়র কর্মকর্তাকে জানিয়ে আসামিকে নওগাঁ সদর থানায় স্থানান্তরিত করা হয়। এ ঘটনায় মামলার দায়েরের প্রক্রিয়া চলছে।