মোঃ ইয়া কাহারুল ইসলাম (নয়ন) ব্যুরো প্রধান নওগাঁ:
বৃহস্পতিবার সকাল অনুমান ০৯.০০ ঘটিকায় মান্দা থানাধীন ঘাটকৈর গ্রামস্থ জনৈক মোঃ সাজ্জাদ হোসেন সৈকত (১৮), পিতা - মোহাম্মদ নুরুজ্জামান মন্ডলকে তার নিজ বাড়ি থেকে ৪/৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি সাজ্জাদের পিতা এক্সিডেন্ট করে রাস্তায় পড়ে আছে মর্মে সাজ্জাদকে তাদের সাথে থাকা ২টি মোটরসাইকেলে অপহরণ করে নিয়ে রাজশাহীর দিকে যেতে থাকে। এক পর্যায়ে ভিকটিম সাজ্জাদ কুসুম্বা এলাকায় পৌঁছার পর অজ্ঞাত নামক ব্যক্তিদের জিজ্ঞাসা করে তার পিতা কোথায়? তখন অজ্ঞাত নামক ব্যক্তিগন ভিকটিমের মুখ চেপে ধরে মোটরসাইকেলে দ্রুত গতিতে যেতে থাকে। সৈকতের বাবা বাসায় এসে বিষয়টি জানতে পেরে দ্রুত মান্দা থানা পুলিশকে জানায়। মান্দা থানা পুলিশ অপহরণকারীদের পেছন পেছন ধাওয়া করে এবং মোবাইলে বিভিন্ন বাজারে কর্মরত লোকজনদেরকে উক্ত মোটরসাইকেল আটকের জন্য অনুরোধ করে। এক পর্যায়ে রাজশাহী জেলার মোহনপুর থানাধীন হাটড়া মোড়ে পৌছলে ভিকটিম সৈকত কৌশলে মোটরসাইকেলের পিছনে বসা অপহরণ কারীর মোবাইল টান মেরে ফেলে দেয়, এতে করে মোবাইলের জন্য মোটরসাইকেল থামানোর চেষ্টা করলে ভিকটিম সৈকত ডাক চিৎকার শুরু করে। এমতাবস্থায় স্থানীয় লোকজন তাদেরকে ঘিরে ফেলার চেষ্টা করা অবস্থায় পিছনে আসা মান্দা থানা পুলিশ উপস্থিত লোকজনের সহায়তায় ২জন অপহরণকারীকে গ্রেফতার করে এবং ভিকটিমকে উদ্ধার করে। এসময় ২/৩ জন অপহরণকারী কৌশলে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় মান্দা থানায় একটি মামলা রুজু প্রক্রিয়াধীন।