কামরুল হাসান জুয়েল,
নরসিংদী সদর উপজেলা প্রতিনিধি:
গত মঙ্গলবার (০৩ ডিসেম্বর) নরসিংদী মডেল থানার এসআই(নিঃ)/মোঃ আব্দুল গাফ্ফার পিপিএম-বার এর নেতৃত্বে থানা পুলিশের একটি টিম থানা এলাকায় অভিযান পরিচালনা করে সকাল ৬.১৫ ঘটিকায় থানাধীন ভেলানগর মাইক্রোষ্ট্যান্ডের সামনে ঢাকা সিলেট মহাসড়কের পাকা রাস্তা হতে ১টি মাইক্রোবাসসহ ১জন মাদক ব্যবসায়ীকে আটক করেন এবং অপর ১জন আসামী পালিয়ে যায়। আটককৃত মাদক ব্যবসায়ী ১। মোশারফ হোসেন লিংকন (৩৭), পিতা-মৃত হারুন অর রশিদ, মাতা-শিউলী বেগম, সাং-দৌলতপুর (মধ্যপাড়া মোল্লাবাড়ী), থানা-গৌরীপুর, জেলা-ময়মনসিংহ এর দেখানোমতে মাইক্রোষ্ট্যান্ডের দুই পাশের শাটার গেইটের ভিতর ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ধৃত আসামী এবং পলাতক আসামীদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মাদক আইনের নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
উদ্ধারকৃত আলামতের বর্ননা
১। একটি সাদা রংয়ের মাইক্রোবাসা, যার রেজিঃ নং- ঢাকা মেট্রো চ-৫১-৩৮৭৬
২। ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা।