এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে ছাত্রদল নেতা অনিক মাহমুদের হাত ও পায়ের বিভিন্ন জায়গা মারধরে ভাঙ্গার ঘটনায় থানায় মামলা হয়েছে। অনিক মাহমুদ উপজেলার ভাবিচা ইউনিয়নের শালালপুর নিচপাড়া এলাকার আব্দুল সাত্তারের ছেলে। অনিকের বাবা বাদী হয়ে ১৭ ফেব্রুয়ারী মামলা দায়ের করেন।
গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) বিষয়টি নিশ্চিত করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান।
মামলায় উপজেলার ভাবিচা ইউনিয়নের শালালপুর এলাকার একরামুল, শমসের আলী, মাজেদুল, তোতা, মোকলেছার, আনিছার, আতাউর, নাহিদ, নজরুল ও কয়েশ এলাকার হারুনের নাম উল্লেখ করা হয়েছে। তারা সকলেই বিএনপির রাজনীতির সাথে জড়িত।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে এমন কয়েকটি পোস্ট ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভুক্তভোগী ছাত্রদল নেতা উপজেলা বিএনপির সভাপতি ডাঃ ছালেক চৌধুরীর সমর্থক হওয়ায় এজাহারভূক্ত আসামীরা ফেসবুক পোস্টের ওপর বিশ্বাস থেকে ওই নেতার ওপর চড়াও হয়। আসামিরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের সমর্থক।
অনিক মাহমুদ পাশ্ববর্তী আশেকপুর গ্রাম থেকে ইসলামি জালসা থেকে ফেরার পথে নিজ গ্রামের পোঁছার আগেই আসামিরা হাতুড়ি, লোহার রড ও বল্লম দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে জ্ঞান হারিয়ে ফেললে স্হানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
অনিক মাহমুদের বাবা আব্দুস ছাত্তার বলেন, আমার ছেলে সাবেক এমপি ডাঃ ছালেক চৌধুরীর সমর্থক হওয়ায় আসামিরা নির্যাতন করেছে। আমি ছেলের ওপর নির্যাতনের সঠিক বিচার চাই।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, অনিক মাহমুদের ওপর হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তার চেষ্টা অব্যাহত রয়েছে।