মিজানুর রহমান মিজান, বিশ্বনাথ (সিলেট) থেকে:
সিলেটের বিশ্বনাথে স্কেভেটর দিয়ে ফসলি জমির মাটি কাটায় এক ব্যক্তিকে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) বিকেলে উপজেলার অলংকারি ইউনিয়নের কামালপুর এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায়। তিনি বলেন, অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় এক ব্যক্তির কাছ থেকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের সংশ্লিষ্ট ধারায় ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।