সোহেল রানা, ঢাকাঃ
কিছুদিন আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এসে দখলমুক্ত করেছিলেন মহাখালীর ফুটপাত। কিন্তু তারা চলে গেলেই আবারো দখল হয়ে যায়। রবিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় সরেজমিনে এমন চিত্রই দেখা যায়।
পুলিশ এসে ফুটপাত দখলমুক্ত করে যান, কিন্তু রাজনৈতিক দলের নেতাদের ইশারায় চলে ফের দখলের প্রতিযোগিতা।
বর্তমানে দখল বাণিজ্য সবই চলে বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতা মিশুর নেতৃত্বে। মিশু-ই দোকান বসানোর নির্দেশ দিয়ে গেছেন। একাধিক দোকানি মিশুর উপর ভরসার কথাই বললেন।
নাম প্রকাশ না করে প্যান্ট-শার্টের এক ব্যবসায়ী বলেন, ‘মিশু ভাইয়ের উপর ভরসা করেই তো দোকান বসাই। আমরা তো থানা-পুলিশের কাছে যেতে পারি না। বর্তমানে মিশু ভাইকে টাকা দিই। আর তিনিই সব মিটমাট করেন।
রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে চলেছেন। দখলমুক্ত হয়েছেও বটে। কিন্তু আওয়ামী লীগ নেতারা পালিয়ে গেলেও এখন বিএনপির নেতাকর্মী আর পুলিশের যোগসাজসে স্থায়ীভাবে দখলমুক্ত করা যাচ্ছে না ঢাকার ফুটপাত। কিছু কিছু জায়গায় এখন আগের চেয়েও ভয়াবহ দখল হয়েছে।
পথচারীর ভোগান্তির কথা বিবেচনা করে ফুটপাতের দোকান উচ্ছেদে ডিএমপির কঠোর নির্দেশনা থাকলেও থানা পুলিশ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল নেতারা ঘুষ, চাঁদা দিয়েই, তা দখলে রাখা হয়েছে।
কথা হয়, মহাখালীর ফুটপাতে আরেক দোকানী আলমগীর হোসেনের সঙ্গে। তিনি বলেন, টাকা না দিলে তো আমাদের এখানে বসতে দিতেন না। টাকার ভাগ সবাই পায়।
জুতার ব্যবসায়ী রুবেল হোসেন বলেন, ৮ বছর ধরে আমি এখানে ব্যবসা করছি। যখন যারা ক্ষমতায় এসেছে তখন তাদেরকেই চাঁদা দিতে হয়েছে। এখনও চাঁদা দিয়েই দোকান করছি। তবে পুলিশ চাইলে চিরতরে ফুটপাত দখলমুক্ত করতে পারবেন।