মিজানুর রহমান, বিশ্বম্ভরপুর সুনামগঞ্জ:
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার সলোকাবাদ ইউনিয়নের আক্তাপাড়া গ্রামের মসজিদের পাশে লাকড়ি দিয়ে ভর্তি ট্রাকে পাওয়া গেছে ভারতীয় চিনি।
২১ শে আগস্ট মঙ্গলবার সকালে সরেজমিনে জানাযায়, বিশ্বম্ভরপুর উপজেলার সলোকাবাদ ইউনিয়নের আক্তাপাড়া গ্রামের আবুল হোসেনের বাড়ির পাশে কে'বা কারা শেষ রাতে একটি লাকড়ি ভর্তি চিনি সহ মিনি ট্রাক ফেলে যায়। সকালে আবুল হোসেনের বাড়ির লোকজন দেখতে পেয়ে বিশ্বম্ভরপুর থানা পুলিশ কে খবর দেয়। খবর পেয়ে বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ এর নির্দেশে এস আই নবী হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে লাকড়ি ভর্তি মিনি ট্রাক উদ্ধার করে বিশ্বম্ভরপুর থানায় নিয়ে যায়। ট্রাকে প্রায় ৫ মন লাকড়ি ও ২৫ বস্তা ভারতীয় নিষিদ্ধ চিনি পাওয়া যায়।
যাহার বাজার মূল্য (প্রায় ) ১,২৫,০০০/- (এক লক্ষ পঁচিশ হাজার) টাকা,একটি হলুদ ও নীল রংয়ের পুরাতন মিনি ট্রাক গাড়ি, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ন-২১-২২৭৭, ইঞ্জিন নং- ALH501022P, চেসিস নং-MB1AG34K7LRAG7585, মূল্য অনুমান-১৫,০০,০০০/- (পনের লক্ষ) টাকা,
এই বিষয়ে বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ কাউসার আলম জানান , গাড়িটি উদ্ধার করা হয়েছে গাড়ির মালিক ও মালের মালিককে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন আছে।