আনোয়ার হোসেন ( নাজমুল) নিজস্ব প্রতিবেদক:
মাদকের বিরুদ্ধে কথা বলায় (নীলাভ সায়মন) এর উপর সন্ত্রাসী হামলা।
ছাত্রসমাজের উদ্যোগে নরসিংদীর চর-নগরদী, পলাশের-চর এবং মাঝেরচর এলাকায় মাদক এবং জুয়ার বিরুদ্ধে মাইকিং করে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেয়া হয়। তারপর গতকাল ৯/১১/২৪ ইং কিছু মাদকাসক্ত ছেলে নীলাভ সায়মন, সহ ৩ জনের উপর অতর্কিত হামলা চালায়। উল্লেখ্য হাবিবুর রহমান লাদেন ও ইফাদ জিনারদী ইউনিয়ন ছাত্রলীগের কর্মী সবাই।
জানাযায় নীলাভ সায়মন বাড়ির পাশের একটি মোড়ে দাঁড়িয়েছিলো সাথে ছিলো তার চাচাতো ২ ভাই ইমন ও মাহিদ। তখন উপরোক্ত মাদকাসক্ত ব্যক্তিগন এসে অতর্কিত হামলা চালায় তখন দেলোয়ার (২৭) এর হাতে থাকা স্ক্রু ডাইভার দিয়ে নীলাভ সায়মন এর চোখে আঘাত করতে চায় সে চোখ সরিয়ে ফেলায় সেটি তার চোখের উপরে গিয়ে লাগে এবং প্রচুর রক্তপাত হয়।
অভিযুক্ত
দেলোয়ার হোসেন (২৭) – পিতা:- সোহরাব হোসেন গ্রাম:- মাঝেরচর
হাবিবুর রহমান লাদেন (২০) – পিতা:- দেলোয়ার হোসেন দিলু – গ্রাম:- পলাশের-চর
মাসুম মিয়া (২৩) – পিতা:- বাচ্চু মিয়া – গ্রাম:- মাঝেরচর
ইফাদ (২০) পিতা:- নজরুল মিয়া – গ্রাম:- চর-নগরদী
শরিফ মিয়া (৩০) – পিতা মৃত:- কামাল হোসেন – গ্রাম:- পলাশের-চর (গ্রাম পুলিশ জিনারদী ইউ.পি.)
ওরা সবাই ই মাদকাসক্ত ও এলাকার নানাবিধ অপরাধ মূলক কর্মকাণ্ডের সাথে জড়িত উক্ত বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে স্হানীয় প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন ভুক্তভোগীরা।