সুরঞ্জন তালুকদার (মধ্যনগর প্রতিনিধি)
সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ০২(দুই) কেজি গাঁজা সহ ০২ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করে।
মধ্যনগর থানার এসআই(নিঃ)/মোঃ ইউসুফ আলী,এএসআই(নিঃ)/মোঃ মিজানুর রহমান, এএসআই(নিঃ)/মোঃ আব্দুর রউফ সঙ্গীয় ফোর্স নিয়ে প্রচন্ড কুয়াশা উপেক্ষা করে ১লা জানুয়ারি বুধবার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে মধ্যনগর থানাধীন ২নং বংশীকুন্ডা দক্ষিণ ইউপির অর্ন্তগত চাপাইতি বাজারস্থ চাপাইতি জামে মসজিদ এর উত্তর পার্শ্বে পাকা রাস্তার উপর হইতে ০২(দুই) কেজি গাঁজা ও ০২টি মোবাইল ফোন সহ তাদের আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার ইকরতলী (ডলনা)গ্ৰামের মৃত আব্দুল হাশিমের ছেলে মোঃ জামাল মিয়া (৩৩), অপরজন একই গ্ৰামের মৃত আনসার আলীর ছেলে মোঃ রাসেল মিয়া@রাজু (২১)।
এ বিষয়ে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ সজিব রহমান বলেন আটককৃতদের বিরুদ্ধে মধ্যনগর থানায় ২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) এর সারণি ১৯(ক)/৪১ রুজু করা হয়।গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। মামলাটির তদন্তভার এসআই/বিকাশ সরকার এর নিকট প্রদান করা হয়।