ভারত থেকে সংবাদদাতা:
৩রা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে প্রতিবন্ধীদের জন্য হাউসনগর প্রতিবন্ধী উন্নয়ন সমিতির সামগ্রী প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো কাঁকুরিয়া মাঠে। এদিন উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাপতি রুবিয়া সুলতানা, শিক্ষক শহিদুল ইসলাম, ডক্টর ওয়াসিকুল, সুতি ও সমসেরগঞ্জের বিডিও, কবি ও শিক্ষক মোঃ ইজাজ আহামেদ, আমুহা কদমতলা হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ও কবি আনোয়ার হোসেন সিদ্দিকী প্রমুখ ব্যক্তিবর্গ। এদিন প্রায় একশো প্রতিবন্ধীদের শীত বস্ত্র, কৃত্রিম অঙ্গ, ট্রাই সাইকেল সহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠান শুরু হয় বেলা ১টা থেকে এবং শেষ হয় রাত দশটায়। অতিথি ও প্রতিবন্ধীদের বক্তব্য সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখরিত হয়ে উঠে অনুষ্ঠানটি। এছাড়া দাউদ হোসেন রচিত ‘বিবেক খুঁজি’ নাটকটি মঞ্চস্থ হয়। দর্শকগণ বাস্তব চিত্র অবলম্বনে নির্মিত নাটকটির ভুয়সী প্রশংসা করেন। অতিথিগণ সমিতির সভাপতি তৌসিক আহমেদ ও সেক্রেটারী মোঃ সাব্বির আলির এই মহৎ উদ্যোগকে কুর্নিশ জানান। এদিন অতিথিদেরকেও বরণ ও সম্মাননা দেওয়া হয়।