আসাদ আলী, কোলকাতা প্রতিনিধি:
গত ২০ শে নভেম্বর ২০২৪ তারিখ উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়া র যদুরহাটি আগাপুরে অবস্থিত বেগম রোকেয়া গার্লস একাডেমি র তৃতীয় বর্ষ প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে গত ২০ ও ২১শে নভেম্বর ২০২৪ তারিখ দুদিন ছিল প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আলোচনা সভা, কবিতা পাঠ, গান ও গুণীজন সংবর্ধনা। আর সুন্দর অনুষ্ঠান বেগম রোকেয়া গার্লস একাডেমীর প্রাণপুরুষ শিক্ষক কবি ও সম্পাদক বহু পরিশ্রমে ও আন্তরিকতায় পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্রীদের যেমন চরিত্র গঠন ও শিক্ষা দীক্ষার সাথে সাহিত্য সংস্কৃতিতে স্বাক্ষর রাখতে পারে সেই ব্রত নিয়ে এগিয়ে যাচ্ছেন। সাথে সাথে সমাজের বিভিন্ন গুণীজনদের আমন্ত্রণ করে তাঁদের সাহচর্য দিয়ে তাদের উৎসাহিত করছেন। একাডেমির তৃতীয় বর্ষের প্রথম দিন অর্থাৎ ২০ শে নভেম্বর ২০২৪ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গনুরের সম্পাদক মুফতি আব্দুল মাতিন সাহেব ও আবেদীন হক আদি র মত স্বজ্জন ও গুণী ব্যাক্তিত্ব। সভাপতি ছিলেন আবদুল হাকিম সাহেব। দ্বিতীয় দিন অর্থাৎ ২১শে নভেম্বর ২০২৪ তারিখ কবিতা পাঠ, গান ও আলোচনায় অংশ নেন কবি সুরাইয়া ইসলাম, কবি সাংবাদিক ও চিকিৎসক আসাদ আলী, শিক্ষক কবি প্রবন্ধকার মোঃ মফিজুল ইসলাম, বাংলাদেশ থেকে আগত কবি সম্পাদক ও সাংবাদিক আলী সোহরাব, কবি জাকির হোসেন, শিক্ষক ও কবি হাসানুজ্জামান, কবি ফরিদ আহমেদ, বাংলাদেশ থেকে আগত সাংবাদিক শেখ আব্দুল করিম, সুকুমার দাস কবি ও সাংবাদিক বাংলাদেশ, কবি ও সাংবাদিক হামিদুল ইসলাম বাংলাদেশ, কবি ও শিক্ষক রজিবুল ইসলাম, সালাম মোল্লা প্রমুখ । সভাপতি আব্দুল হাকিম সাহেব ও প্রধান অতিথি সুরাইয়া সুলতানা। সঞ্চালনা সুমাইয়া পারভিন। উদ্বোধনী সংগীত- সুমাইয়া আক্তার মোল্লা, তাহসিনা খাতুন, রামিশা ইসলাম। সুন্দর গান গেয়েছেন মমতাজ মন্ডল। আমন্ত্রিত প্রত্যেক গুণীজন বেগম রোকেয়া সম্পর্কে তাদের সুচিন্তিত বক্তব্য ও কবিতা গান দিয়ে অনুষ্ঠানটিকে অন্য মাত্রায় পৌঁছে দেন। প্রধান অতিথি সুরাইয়া ইসলাম সহ সমস্ত গুণীজন এবং ছাত্রীরা মিলে একসাথে প্রকাশ করেন মনিরুল ইসলাম সম্পাদিত সাহিত্য পত্রিকা ‘এখন বঙ্গদেশ’ এর ঈদ সংখ্যা। সমস্ত গুণীজনকেই মেমেন্টো এবং উত্তরীয় ফুল দিয়ে সম্মাননা জানানো হয়। সার্বিক পরিচালনায় ছিলেন শিক্ষক কবি ও সম্পাদক এবং বেগম রোকেয়া গার্ল একাডেমী র কর্ণধার মনিরুল ইসলাম সাহেব।