আন্তর্জাতিক ডেস্ক:
গত রবিবার (১৯ জানুয়ারি ২০২৫) সংযুক্ত আরব আমিরাতের দুবাই আল মামজার পার্কে নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সংগঠনের ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে ঐতিহাসিক ”রূপসী নদিমপুর” গ্রন্থের প্রকাশনা উৎসব, বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দিনব্যাপি উক্ত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলোয়াত করেন মোহাম্মদ সাফায়াত হোসেন সোহরাওয়ার্দী।
অনুষ্ঠান বাস্তবায়ন পরিষদের আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ ফরিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোহাম্মদ হাবিব উল্ল্যাহ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব মৌলানা মুহাম্মদ ফজলুল আজীম, মোহাম্মদ লোকমান, আব্দুল আজীজ, জসিম উদ্দিন, মোহাম্মদ শাহ আমান, মোহাম্মদ রেজাউল করিম, ওয়াজের নিজাম চৌধুরী ও মোহাম্মদ খোরশেদ।
এম, শাহেদ সারওয়ার এর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের সদস্য যথাক্রমে জাহেদুল ইসলাম, রেজাউল আজম চৌধুরী, নাছির উদ্দিন, আব্বাস উদ্দিন, আবুল ফয়েজ মোস্তফা, মোহাম্মদ সাহেদ এবং এনপিকেপি’র সদস্য যথাক্রমে সেলিম উল্ল্যাহ চৌধুরী, ওয়ালী নিজাম, নুরুল হুদা, মঈন উদ্দিন, ইব্রাহীম খলিল চৌধুরী, মোহাম্মদ মাহাবু, জাবেদ ইকবাল, শাহজাহান চৌধুরী, আরফাত আরমান, মোহাম্মদ শাহজাহান, সাফায়াত হোসেন সোরওয়াদ্দী, শওকত আলী বাচ্চু, মোহাম্মদ জামশেদ, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ আলাউদ্দিন, রবিউল হোসেন, মোহাম্মদ রবিন, হাসান মানিক, মোহাম্মদ আব্দুল কাদের, জিল্লুল করিমসহ প্রমূখ।
প্রিয় গ্রামকে আলোকিত করাই নদিমপুর প্রবাসীদের স্বপ্ন। স্বপ্ন আর ভালোবাসা নিয়েই মানুষ বাঁচে। জীবনের এই রঙ্গমঞ্চে আমরা প্রতিদিনই কত না কত সমস্যার সম্মুখীন হই আবার সেখান থেকে যখন বেরিয়ে আসি-তখন জীবনকে এক অন্যরকম বর্ণিল মনে হয় আর প্রবাসে সেই অন্যরকম এক বর্ণিল মিলনমেলায় পরিণত করেন প্রিয় নদিমপুর গ্রামের প্রবাসীরা ও নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদ। রূপসী নদিমপুর গ্রন্থের সফল অনুষ্ঠানের জন্য প্রিয় গ্রামের দেশে ও প্রবাসের সকল শুভাকাঙ্খী, বিজ্ঞাপনদাতা, লেখক, সহযোগিতাকারী ও নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের সকল কর্মকর্তা, সদস্যবৃন্দ ৪র্থতম বর্ষপূর্তি উপলক্ষে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আপনাদের নিরন্তর ভালোবাসায় সমৃদ্ধ ও সুগম হবে আগামীর পথ চলা।
আলোচনা সভা, বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে প্রধান আকর্ষণ ছিল র্যাফেল ড্র এবং আরো ছিল সকালের নাস্তা, মধ্যাহ্ন ভোজ , গ্রাম্য খেলা-ধুলা, পুরস্কার বিতরণী ও বিকেলের চা-নাস্তা। নদিমপুর গ্রামের আরব আমিরাতে বসবাসরত পরিবারসহ সর্বস্তরের প্রিয় গ্রামের প্রবাসীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন উভেন্টের মধ্যে ছিল মহিলাদের বালিশ খেলা, মহিলাদের বল নিক্ষেপ, ছোটদের দৌড় প্রতিযোগিতা, ছোটদের বল নিক্ষেপ, পুরুষদের ফুটবল গোলশর্ট, পুরুষদের দৌড় প্রতিযোগিতা সহ ইত্যাদি। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে আর্কষনীয় পুরষ্কার বিতরণ শেষে বিশেষ মুনজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।