সুলতানা সহেলি রহমান, মুরারই বিধানসভা থেকে:
মুরারই বিধানসভার পাইকর থানার এদরাকপুর হাই স্কুলের প্রতিষ্ঠা দিবস ছিল ২ রা ফেব্রুয়ারি। প্রতি বছর এই দিনটি মহাসমারোহে পালন করার সেই ট্র্যাডিশন সমানেই চলে আসছে। এবার তার ৭৫ তম বর্ষপূর্তি উৎসব। এই প্লাটিনাম জুবিলি উদযাপন অনুষ্ঠান সর্বাঙ্গীন সুন্দর ও সফল ভাবে সুসম্পন্ন করতে মাসাধিককাল ধরে প্রাক্তন ছাত্র ছাত্রীদের নিয়ে একটি গ্রুপ খুলে নিয়মিত যোগাযোগ রক্ষা করেছেন জন চিত্ত জয়ী প্রধান শিক্ষক মহম্মদ শহিদুল্লাহ।
দুদিনের এই অনুষ্ঠানে মূল অনুষ্ঠান হয় গত ২ রা ফেব্রুয়ারি স্কুলের সাংস্কৃতিক মঞ্চে।প্রথমে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সভার শুরু হয়। কথা কবিতা গান ও নাচে সমৃদ্ধ অনুষ্ঠানে বর্তমান ও প্রাক্তনী ছাড়াও প্রাক্তন শিক্ষক শিক্ষিকাদর মিলনোৎসব ছিল নজর কাড়া। এই অনুষ্ঠানে সাহিত্যে বিশেষ অবদানের জন্য গল্পকার ও নাট্যকার ধ্বজাধারী দত্ত, গল্পকার মহম্মদ সেলিম রেজা, ছড়াকার সাইফুল ইসলাম, সমাজকর্মী মহম্মদ রিপনকে বিশেষ ভাবে সম্মান জানানো হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহম্মদ শহীদুল্লাহ তাঁদের বর্ণময় সাহিত্য জীবন নিয়ে আলোচনা করেন । গর্বের ৭৫ গৌরবের ৭৫ তাঁর হাত ধরেই সুসম্পন্ন হলো এবং বর্ষ ব্যাপী নানান অনুষ্ঠান করার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন প্রধান শিক্ষক।
মোটিভেশনাল স্পিকার আবেদীন হক আদীর কথা শুনতে প্রচুর লোক ভীড় করেন। অনুষ্ঠানে হরবোলা ও বাউল গানের কথায় মাটির টানে ঘরে ফেরার কথা ভুলে বসে পড়েন দর্শক শ্রোতারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী বিনয় ঘোষ, আইনজীবী গোলাম মোস্তফা, মুরারই পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি আলি রেজা মানিক প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট অণুগল্পকার ও ভ্রামণিক মতিয়ার রহমান। সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন ওই স্কুলের সহকারী শিক্ষক চঞ্চল বাবু। প্রাক্তনীদের অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কুইজ মাস্টার মাহবুব হক।