আসাদ আলী, কলকাতা প্রতিনিধি:
গতকাল বুধবার বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত কলকাতায় বিপ্লবী নলিনী গুহ সভা ঘরে সমাজবার্তার সহ-সম্পাদিকা ও সৃজন সাথীর সম্পাদিকা সুজাতা ঘোষ মহাশয়ার দক্ষ সঞ্চালনায় কবিতা গান নৃত্যনাট্য শ্রুতি নাটক এবং আলোচনায় কলকাতা ছাড়াও দূরদূরান্তের জেলাগুলি থেকে আগত সাংবাদিক প্রমুখ গুণীজনের সমাবেশে সুন্দরভাবে একটি সন্ধ্যা উপহার পেল কলকাতা । সুকুমার রায়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী এবং সলিল চৌধুরীর শত বর্ষকে স্মরণে রেখে এই সুন্দর অনুষ্ঠানের শুরুতে আই পি এস পঙ্কজ দত্তের সম্মানে এক মিনিট নীরবতা পালন ও সম্পাদক সোমনাথ ঘোষ মহাশয়ের স্বাগত ভাষনের মধ্য দিয়ে শুরু হয়। তারপর অতিথি বরণ বিশিষ্ট অতিথি ছিলেন বিশিষ্ট বিজ্ঞানী ডঃ অমিতাভ দত্ত, বেলঘরিয়ার আবৃহ শাওনের কর্ণধার ও প্রশিক্ষক সম্রাট দত্ত ও তাঁর সুযোগ্যা কণ্যা আবৃত্তিকার ও নীরেন্দ্রনাথ চক্রবর্তীর স্নেহধন্যা সায়ন্তনী দত্ত, আবৃত্তিকার সুতপা ধর চ্যাটার্জি, বিশিষ্ট কবি সুনীল বণিক, বিশিষ্ট শিক্ষাবিদ কবি আনোয়ার হোসেন, কবি সাংবাদিক ও চিকিৎসক আসাদ আলী, কবি কৌশিক গাঙ্গুলী, বিপুল পাল চৌধুরী প্রমূখ। বিশিষ্ট অতিথিবর্গের সুচিন্তিত বক্তব্য যা সমাজ গঠনে বিভেদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ও সমস্ত মানুষের মিলন ও প্রীতির পথকে সুগম করবে, তার সাথে কবিতা পাঠ ও গান। অসামান্য দক্ষতায় শ্রুতি নাটক পরিবেশন করেন সুজাতা ঘোষ। বিশেষ দক্ষতা সম্পন্ন বেশ কিছু শিশু শিল্পীর আবৃত্তি ও অন্যান্য শিশু শিল্পীর পরিবেশনা ছিল দেখার মত। কবিতা পাঠ করেন সুদীপা ভট্টাচার্য, কৃষ্ণা ঘোষ, ত্রিদিবেশ দে, চৈতী সেনগুপ্ত, বিউটি ভট্টাচার্য, কুনাল রায়, রেখা ভট্টাচার্য, দেবশ্রী কর, শাশ্বতী মোদক, সমন্ত্যক মোদক, দেবযানী রায়, রবীন্দ্রনাথ সরকার, প্রিয়াঙ্ক সাহা, দীপশিখা দত্ত, আড়েরী চৌধুরী, চিরন্তন চৌধুরী, রূপসা চৌধুরী, আরুষ মজুমদার, সুস্মিতা দাস চৌধুরী, পুষ্পিতা মুখার্জী, সুমিতা মালিক, ঐন্দ্রিলা চ্যাটার্জি প্রমুখো। নৃত্য পরিবেশন করেন শ্রাবণী সাহা।
সামগ্রিক পরিচালনায় সমাজ বার্তা, সৃজন সাথী ও রবীন্দ্র নজরুল সাহিত্য একাডেমি এই তিনটি সংস্থার প্রধান কর্নধার তথা সম্পাদক সোমনাথ ঘোষ মহাশয়।