সংবাদদাতা: ভারত
আমিরুল মোমেনীন সৈয়েদোনা হযরত আলী বিন আবি তালেব (রাঃ)-এর জিকরে শাহাদত ও ইফতার মজলিশ ২১ শে রমজানুল মোবারক দরবার শরীফে কাদেরিয়া কলকাতায় তাঁরই ৩৪তম প্রত্যক্ষ বংশধর কলকাতা দরবার শরীফ ও মেদিনীপুর খানকাহ শরীফের সাজ্জাদানসীন ও গদ্দিনসীন পীরসাহেব হযরত মাওলানা সৈয়দ শাহ জেলাল মুরশেদ আল কাদেরি (প্রাক্তন অধ্যাপক-হাদিস ও তাফসির, আলিয়া বিশ্ববিদ্যালয়)-এর তত্ত্বাবধানে মহাসমারোহে উদযাপিত হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্তের সমাগম হয়।
অনুষ্ঠানে মিলাদ শরীফ পাঠের পর হযরত আলি (রাঃ) এর জীবনাদর্শের উপর বক্তব্য রাখেন পীরজাদা সৈয়দ শাহ মামুন মুরশেদ আল কাদেরী, কুরআন ও হাদিসের আলোকে মওলা আলী (রা.) জিকর করেন পীরজাদা ড. সৈয়দ মুস্তাফা মুরশেদ জামাল শাহ আল কাদেরী, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, আরবি বিভাগ, মৌলানা আজাদ কলেজ, কলকাতা। পীর সাহেবের দোয়ার মাধ্যমে মজলিশের সমাপ্তি ঘটে। খানকাহ শরীফ এ কাদেরিয়া মেহরিয়া মেদিনীপুর, খানকাহ শরীফ-এ-কাদেরিয়া আরামবাগ, খানকাহ শরীফ এ কাদেরিয়া মুরশেদিয়া কেশপুর, খানকাহ শরীফ-এ-কাদেরিয়া হুসেনিয়া পিয়ারডাঙায় ও পীর সাহেবের প্রত্যক্ষ নির্দেশনায় জিকরে শাহাদত উপলক্ষে ইফতার মজলিশ ও মিলাদ শরীফের আয়োজন করা হয়।