আসাদ আলী, কলকাতা প্রতিনিধি:
গত ৯ই ফেব্রুয়ারি রবিবার সকাল সাড়ে নয়টা থেকে সারাদিনব্যাপী হাওড়া ময়দানে যোগেশ চন্দ্র উচ্চ বিদ্যালয় হাওড়া ছাড়াও দূর দূরান্তের জেলাগুলি থেকে প্রায় তিন শতাধিক হোমিওপ্যাথি চিকিৎসক এই কনফারেন্সে অংশ নিয়ে জনস্বাস্থ্য ও জনস্বার্থে কনফারেন্স কে বর্ণময় করে তোলেন। ডাক্তার অমিত দত্ত, ডাক্তার মলয় দাস, ডাক্তার জহর পাল, ডাক্তার নীলকমল বর্মন, ডাক্তার দ্বিজ দাস অ্যাস, ডাক্তার আলী আকবর প্রমুখের দক্ষ সঞ্চালনা ও পরিচালনায়। সকাল নটা ত্রিশ মিনিটে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সভার সূচনা করেন ক্লাব সভাপতি ডাক্তার বিশ্বনাথ সী মহাশয়, প্রদীপ প্রজ্জ্বলন করেন হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনের মুখ্য প্রশাসক ডাক্তার সুজয় চক্রবর্তী মহাশয়, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী মহোদয় শ্রী অরূপ রায় মহাশয়। উদ্বোধনী ভাষণ দেন সম্পাদক ডাক্তার দেবী প্রসাদ পাল মহাশয়। দুটি বিজ্ঞান সভার বিষয় ছিল ‘হৃদরোগ ও তার হোমিওপ্যাথি চিকিৎসা’ এবং ‘মায়াজম অনুসারে হোমিওপ্যাথিক চিকিৎসা’। বিজ্ঞান সভায় বক্তব্য রাখেন প্রতাপ চন্দ্র মেমোরিয়াল মেডিকেল কলেজের অধ্যাপক ডাক্তার শান্তনু ঘোষ মহাশয়, ডাক্তার অঙ্কার দে হাজরা, ডাক্তার দেবাঞ্জন শাসমল, ডাক্তার অশোক কুমার দাস, ডাক্তার সুশোভন ঘোষ, চিকিৎসা বিজ্ঞানে রোবোটিক বিষয়ে বলেন ডাক্তার শশাঙ্ক শুক্লা মহাশয়, ডাক্তার সোহম কান্তি বেরা প্রমূখ ব্যক্তিত্ব। এছাড়াও উন্নত চিকিৎসা বিষয়ে কুইজ প্রতিযোগিতায় অংশ নেন পাঁচটি হোমিওপ্যাথি কলেজের ছাত্রছাত্রীগণ। এছাড়াও বিশিষ্ট উপস্থিতির মধ্যে কবি, সাংবাদিক ও ডাক্তার শেখ আসাদ আলী, ডাক্তার এন. হক, ডাক্তার আশিস রায়, ডাক্তার সুকান্ত বিশ্বাস, ডাক্তার জয়দীপ পাত্র, ডাক্তার দেব দুলাল মন্ডল, ডাক্তার সৌরদীপ বিশ্বাস প্রমূখ।