নিজস্ব প্রতিবেদক:
গত ৬ ও ৭ ডিসেম্বর শ্রীলঙ্কার কলম্বোতে অবস্থিত প্রখ্যাত হোটেল (সিনামন গ্র্যান্ডে) অনুষ্ঠিত হলো দক্ষিণ এশিয়ার আঞ্চলিক যুব সম্মেলন। বাংলাদেশ থেকে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুওর (ড্রপ) -এর ইয়ুথ এ্যাডভোকেট রবিউল আউয়াল উক্ত সম্মেলনে দেশের প্রতিনিধিত্ব করেন।
ক্যাম্পেইন ফর টোব্যাকো-ফ্রি কিডস (সিটিএফকে) -এর আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলনে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের যুব নেতারা অংশগ্রহণ করেন। তামাকবিরোধী আন্দোলনে তথ্যভিত্তিক উদ্যোগ, সামাজিক যোগাযোগমাধ্যম কৌশল এবং শিল্প প্রতিষ্ঠানের হস্তক্ষেপ মোকাবেলায় করণীয় নিয়ে বিভিন্ন সেশনে আলোচনা হয়।
সম্মেলনে রবিউল আউয়াল বাংলাদেশের তামাকবিরোধী সংগ্রামে তার উদ্যোগ ও নেতৃত্বের বিষয়টি তুলে ধরেন। তিনি বাংলাদেশের চ্যালেঞ্জ ও সাফল্যের গল্প শেয়ার করেন এবং নীতিনির্ধারণ ও জনস্বাস্থ্য প্রচারণায় উদ্ভাবনী পদ্ধতির ওপর গুরুত্বারোপ করেন।
দুই দিনের এ সম্মেলন শেষ হয় সনদপত্র প্রদান অনুষ্ঠানের মাধ্যমে, যেখানে অংশগ্রহণকারী যুবনেতাদের প্রচেষ্টাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়।
রবিউল আউয়ালের এই অর্জন বাংলাদেশের তামাকবিরোধী আন্দোলনে তরুণ নেতৃত্বের গুরুত্বকে নতুন মাত্রায় পৌঁছে দিয়েছে।