মহম্মদ মফিজুল ইসলাম, কলকাতা:
তামাম বিশ্ব জুড়ে চলছে পবিত্র রমজান মাস। বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলিমরা এই পবিত্র মাহে রমজানে নিয়ম করে রোজা পালন করছেন। আর তারই মধ্যে আয়োজিত হচ্ছে দাওয়াত-ই-ইফতার ও দোয়ার মজলিস। এই উপলক্ষ্যে কলকাতার হাতিশালা সিক্স লেন সংলগ্ন ‘একটু বসো নেচার রিসর্টে’ গতকাল ( ২২ মার্চ, ২০২৫, শনিবার ) অনুষ্ঠিত হল ভাঙড় প্রেসক্লাবের উদ্যোগে দাওয়াত-ই-ইফতার ও দোয়ার মজলিস। সবুজে ঘেরা অত্যন্ত স্নিগ্ধ ও মনোরম প্রাকৃতিক পরিবেশে মহতী এই ইফতার মজলিসে যেন চাঁদের হাট বসেছিল। খুব সুন্দর সাজানো গোছানো আন্তরিক আতিথেয়তা ও আপ্যায়নেভরা এই মজলিসে রাজ্যের বিভিন্ন জেলা থেকে আমন্ত্রিত অতিথিরা যোগদান দেন। ভাঙড় প্রেস ক্লাবের সম্পাদক ফিরোজ আহমেদ ও অন্যান্য সকল সদস্য সহ সমাজের সর্বস্তরের একঝাঁক বিদগ্ধ গুণীজন, লেখক, কবি, সাহিত্যিক, পুলিশ, প্রশাসনিক আধিকারিক, সমাজসেবী, ডাক্তার, আইনজীবী এদিনের ইফতার মজলিস ও দোয়ার মাহফিলে সামিল হন। ইফতারের আগে দোয়া মাগরীবের নামাজ পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী বক্তা পীরজাদা নাজিমউদ্দিন সিদ্দিকী। তাঁর মায়াবী কণ্ঠ উপস্থিত সকলকেই বিমোহিত করে।
উপস্থিত ছিলেন পীরজাদা মোঃ মোয়াররেখীন সিদ্দিকী, সৈয়দ লাবিব আবান, বিশিষ্ট শিক্ষক, প্রাবন্ধিক ও কবি মহম্মদ মফিজুল ইসলাম, পশ্চিমবঙ্গ আল কোরআন ফাউন্ডেশন ও ইন্টারন্যাশনাল মডেল ‘আন্ নূর তাজবীদুল কোরআন মাদ্রাসা’র চেয়ারম্যান তথা আন্তর্জাতিক ক্বারী মোঃ জাবিদ আলি, ফ্রন্টপেজ অ্যাকাডেমির চেয়ারম্যান ও অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ‘ল’ বোর্ডের সদস্য মাওলানা মুহাম্মদ কামরুজ্জামান, মুফতি শামসুল হুদা, হাজী সাহাজাহান আলি, মাওলানা আবু সায়িদ, সঞ্চালক সাহাজান আলি বিশ্বাস প্রমুখ। এদিনের ইফতার মজলিসে উপস্থিত বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর জোর দেন। শিক্ষক-কবি মহম্মদ মফিজুল ইসলাম তাঁর বক্তব্যে সমাজের নিপীড়িত, বঞ্চিত, অবহেলিত ও অসহায় গরীব মানুষদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার কথা বলেন। সেই সঙ্গে তিনি সম্প্রীতি বিষয়ক দুটি কবিতা ও ঈদ বিষয়ক একটি কবিতা পাঠ করেন।
সমগ্ৰ অনুষ্ঠানটির সঞ্চালনা করেন বিশিষ্ট সঞ্চালক শাহাজান আলি বিশ্বাস। তাঁর অনবদ্য সঞ্চালনায় এই ইফতার ও দোয়ার মজলিস বিশেষ মাত্রা পায়। ভাঙড় প্রেসক্লাবের সাংবাদিকদের শিষ্টাচার, সৌজন্যবোধ, সময়ানুবর্তিতা, শৃঙ্খলাবোধ ও অনুশাসনে উপস্থিত অতিথিরা মুগ্ধ হন।