কলকাতা থেকে- আসাদ আলী:
গত ১৯শে জানুয়ারি ২০২৫ কলকাতার ভারত সভা হলে সকাল ১০টা থেকে সারাদিনব্যাপী বঙ্গীয় হোমিওপ্যাথিক মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের ৩০ তম হোমিওপ্যাথিক কনফারেন্স হয়ে গেল সম্পাদক ডাঃ কৌশিক চ্যাটার্জী র দক্ষ সঞ্চালনায় ও ডাঃ শান্তনু ভাদুড়ীর সার্বিক সহযোগিতায়। ক্রিস্টোফার স্যামুয়েল হ্যানিম্যান চিকিৎসা জগতের এই প্রবাদ পুরুষের প্রতিকৃতিতে মাল্য দানের মধ্য দিয়ে সভার সূচনা তারপর প্রাতঃকালীন টিফিন স্বাগত ভাষণ দেন সাধারণ সম্পাদক ডাক্তার কৌশিক চ্যাটার্জী অনুষ্ঠানটি কয়েকটি ভাগে ছিল বিভক্ত যেমন : ‘Inauguration’, ‘Science’, ‘Concluding'-প্রভৃতি। সমস্ত ডাক্তারবাবুদেরকেই লাল গোলাপ এবং গিফট দিয়ে সম্মানিত করা হয়। এছাড়াও বিশেষ অবদানের জন্য বেশ কিছু ডাক্তার বাবুকে মেমেন্টো দিয়েও সম্মানিত করা হয়, যেমন- ডাক্তার প্রকাশ মল্লিক, ডাক্তার দুলাল চন্দ্র নাগ, ডাক্তার এন হক, ডাক্তার প্রদীপ বটব্যাল প্রমুখ। এছাড়াও ডাঃ শান্তনু ভাদুড়ী ডাক্তারবাবুদের বিশেষ অবদানকে স্বীকৃতি ও উৎসাহিত করতে কিছু গিফট প্রদান করেন ও প্রতি বছর এই ধারা বজায় রাখবেন বলে ঘোষণা দেন। বক্তব্য রাখেন - সংগঠনের চিফ অ্যাডভাইজার ডাক্তার প্রকাশ মল্লিক, সভাপতি ডাক্তার দুলাল চন্দ্র নাগ, ডাক্তার শান্তনু ভাদুড়ি, ডাক্তার কৌশিক গড়াই, ডাক্তার মানোজ মৈত্র, ডাক্তার সুভাষচন্দ্র মৈত্র, ডাক্তার মোঃ পারভেজ, বর্ধমান মেডিকেল কলেজ এন্ড হসপিটাল এর ডাক্তার কুনাল ভট্টাচার্য, ডাক্তার মনোজ কুমার চক্রবর্তী, ডাঃ তনুশ্রী মন্ডল, ডাক্তার সুপ্রিয়া চৌধুরী, ডাক্তার মালা বিশ্বাস, ডাক্তার গৌতম কুমার দে ডাক্তার মল্লিক ডাক্তার মৌমিতা নস্কর ডাক্তার অশোক আচার্য প্রমুখ।
আরো বিশিষ্ট উপস্থিতির মধ্যে ডাক্তার আসাদ আলী, ডাক্তার আশিষ কুমার রায়, ডাক্তার কে কে দাস, ডাক্তার শেখ আবেদ আলী, ডাক্তার পার্থ সারথি মল্লিক, ডাক্তার সমীর কুমার বেতাল, ডাক্তার শ্রীলেখা মজুমদার, ডাক্তার বিশ্বজিৎ দে, ডাক্তার মোহন কুমার মাঝি, ডাক্তার ভানুসিংহ রায়, ডাক্তার মিন্টু পদ শীল প্রমূখ। হোমিওপ্যাথি চিকিৎসার আরো ব্যপ্তির উদ্দেশ্যে সভাপতি ডাক্তার দুলাল চন্দ্র নাগ মহাশয়ের আন্তরিক উদ্যোগ ও সদিচ্ছাকে সমস্ত চিকিৎসকবৃন্দ সাধুবাদ জানান। ডাক্তার প্রকাশ মল্লিক, ডাক্তার কৌশিক চ্যাটার্জী, ডাক্তার শান্তনু ভাদুড়ি, ডাক্তার রবীন্দ্রনাথ রায়, ডাক্তার সেখ আবেদ আলী, ডাক্তার আসাদ আলী, ডাক্তার মনোজ কুমার ভট্টাচার্য প্রমুখের ঐকান্তিক প্রচেষ্টা সাধুবাদ যোগ্য। জনস্বাস্থ্য ও জনস্বার্থ জনিত এই ধরনের কনফারেন্স যত বেশি বেশি হয় ততই সমাজ দেশ ও মানুষের জন্য মঙ্গল।