ভারত সংবাদদাতা:
বেঙ্গলি একাডেমিয়া ফর সোশ্যাল এমপাওয়ারমেন্ট (BASE: বেস) একটি সমাজকল্যাণমূলক সংস্থা। সম্পতি গত (১৬ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার) কলকাতার রাজারহাট নিউটাউনের ‘ইকো আরবান ভিলেজে’ একটি সাহিত্য উৎসব ও বনভোজনের আয়োজন করে।
অত্যন্ত মনোজ্ঞ এই অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের অধ্যাপক,গবেষক, লেখক, চিকিৎসক, শিক্ষার্থীসহ স্ব-স্ব ক্ষেত্রে উজ্জ্বল বহু বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক, সাংবাদিক, প্রাবন্ধিক ও কবি মহম্মদ মফিজুল ইসলাম, আলিয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সাইফুল্লাহ সামিম, গল্পকার রেজওয়ানুল করিম, লেখক মুহাম্মাদ হেলালউদ্দিন, প্রাবন্ধিক সোনা বন্দ্যোপাধ্যায় ও অধ্যাপক তাসলিম আরিফ প্রমুখ।
‘সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আমাদের করণীয়’ শীর্ষক বক্তব্য রাখেন ডক্টর সাইফুল্লাহ শামীম। সাম্প্রতিক বাংলা সাহিত্যে প্রতিবাদী লেখার গুরুত্ব বিষয়ে দীর্ঘ আলোচনা করেন শিক্ষক মহম্মদ মফিজুল ইসলাম। একই সঙ্গে তিনি একগুচ্ছ স্বরচিত প্রতিবাদী কবিতা পাঠ করেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ড. আবু সালেহ, ডক্টর মনিরুল ইসলাম, ড. সায়েদুল ইসলাম, অধ্যাপক শাহিন শেখ, অধ্যাপক আবু রাইহান, অধ্যাপক আলফ্রেড,অধ্যাপক মেহেদী হাসান, অধ্যাপক মনিকা, ড. মশিউর রহমান ও গবেষক তানিয়া পারভীন।
এছাড়াও আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ‘বেস’-এর সাধারণ সম্পাদক ড. আবু সালেহ এবং সংস্থার সক্রিয় সদস্যদের অক্লান্ত পরিশ্রমের ফলে এই সাহিত্য উৎসব সর্বাঙ্গীণ সাফল্যমন্ডিত হয়ে ওঠে। ড. মশিউর রহমান ও গবেষক তানিয়া পারভীনের যৌথ সঞ্চালনায় এই অনুষ্ঠানটি বিশেষ মাত্রা পায়।