মতিয়ার রহমান, নলহাটী বীরভূম, ভারত:
রাঙামাটি বীরভূমি বীরভূমের নলহাটী ২ নং ব্লকের ভবানীপুর হাই মাদ্রাসার ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হলো দুদিন ব্যাপী এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। প্রভাতফেরি,পতাকা উত্তোলন, সাদা পায়রা ওড়ানোর মতো আকর্ষণীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রথম দিন।
মাঘের শীত বাঘের গায়ে যতোই বলি না কেন, কনকনে শীতের ঠান্ডা আর কুয়াশা ঘেরা সকালের কষ্ট উপেক্ষা করে আমন্ত্রিত অতিথি,ছাত্র ছাত্রীদের ভীড় ছিল লক্ষণীয়।
সকাল সাড়ে দশটায় পবিত্র কুরআন শরীফ থেকে পাঠ করে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত ভাষণ দেন ভবানীপুর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক হারুণ আল রশিদ। অনুষ্ঠান মঞ্চে ছাত্রী মধুস্নাতা সুলতানার কন্ঠের রবীন্দ্র সংগীত,”পৌষ তোদের ডাক দিয়েছে –“সবার হৃদয় মন জয় করে নেয়। বর্তমান ছাত্র ছাত্রীদের আবৃত্তি, গজল, গান, ব্রতচারী, ছোটদের নাটক দেখার জন্য উৎসাহি দর্শক শ্রোতা সাধারণের ভীড় নজরে পড়ে। সারাদিন ব্যাপী অনুষ্ঠানমালায় অবসর প্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের সম্বর্ধনা, প্রাক্তন ও বর্তমান কৃতি ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা প্রদান, মঞ্জুরি নামক স্মরণিকার মোড়ক উন্মোচন এবং বাংলা ও বাঙালির প্রাণের উচ্ছ্বাস খ্যাতিমান অতনু বর্মন ও তাঁর গ্রুপের নাটক অন্যমাত্রা এনে দেয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও কলামিস্ট নলহাটী হীরালাল ভকত কলেজের মাননীয় অধ্যক্ষ প্রফেসর ড নুরুল ইসলাম,মহ এব্রাহিম আলি প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভবানীপুর হাই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আব্দুল মোমিন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রূপনাথ রায়।