সংবাদদাতা: ভারত
গত ১৯শে জানুয়ারি রবিবার উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর ব্লকের বালকী উচ্চ বিদ্যালয় আলোকধারা মুক্তমঞ্চে অনুষ্ঠিত হল আলোর সন্ধানে পত্রিকার নববর্ষ উৎসব। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাননীয় সিরাজুল ইসলাম ঢালী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চট্টগ্রাম থেকে আগত কবি সাহিত্যিক শিক্ষাবিদ সোহেল মো. ফখরুদ-দীন সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. শক্তিনাথ সাহা, ড. মোস্তাফা আব্দুল কাইয়ুম, রেজানুল করিম, আজিজুল হক প্রমুখ কবি সাহিত্যিক। সকলকে ব্যাচ উত্তরীয় ও মানপত্র দিয়ে সম্মাননা জ্ঞাপন করা হয়। উপস্থিত অতিথিবৃন্দ বাংলা সাহিত্যকে নিয়ে লিটিল ম্যাগাজিন এর ভবিষ্যৎ নিয়ে বক্তব্য রাখেন।
প্রকাশিত হয় আলোর সন্ধানে পত্রিকার অষ্টম বর্ষের নবম সংখ্যা। মোড়ক উন্মোচন করেন সোহেল মো. ফখরুদ-দীন সাহেব ও পত্রিকা সম্পাদক আনারুল হক সহ উপস্থিত সকলের হাত দিয়ে। এছাড়া প্রকাশিত হয় কৃষ্ণকলি বেরা সম্পাদিত - অপরাজেয় সরবত আলি মণ্ডল (জীবনী গ্রন্থ), সুনিতা মিত্রের- অমৃত সময়ের হৃদীপদ্য, রাজেশ সরকারের - ঊষার লগনে নিবেদন, সাইদুর রহমানের - লাল সেপাই (উপন্যাস), কাকলি হালদারের - প্রথমা, অর্দ্ধেন্দু মন্ডলের - বোবা কথা, সিরাজুল ইসলাম ঢালীর - প্রেম প্রীতি ভালবাসা (গল্পগ্রন্থ)। গ্রন্থ গুলি অতিথিদের হাত দিয়ে প্রকাশিত হয়।
কবিতা পাঠে অংশগ্রহণ করেন রমজান আলী, আখের অপূর্ব চট্টোপাধ্যায়, জালাল উদ্দিন মন্ডল, জাহাঙ্গীর দেওয়ান, আজিজুল ইসলাম বিজয়, বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়, ইভানা মন্ডল, নূপুর দাস, সুনিতা মিত্র, আব্দুল্লাহ সাহাজী, ইউনুস হোসেন, ইকতিয়ার হোসেন, জাসমিন সুলতানা, তুহিনা হক সহ আরো অনেকে। শ্রুতি নাটক পরিবেশিত হয় সাইদুর রহমান রচিত "চাচা ছোট" অভিনয়ে লেখক এবং সরবত আলি মন্ডল। সম্পাদক আনারুল হক রচিত ‘এসো শিশির মাখি’ শ্রুতিনাটকটি অভিনয় করেন তুহিনা হক ও মাকফুর রহমান। আনারুল হকের কবিতার কোলাজ “আর একটি মিছিলের মুখ ” অভিনয় করেন জাসমিন সুলতানা, আনারুল হক , কাকলি হালদার নুপুর দাস। অনুষ্ঠানে সহায়ক হিসেবে সহযোগিতা করেন রবীন্দ্রনাথ সরকার, মতিয়ার সরদার, অরূপ সরকার, প্রদীপ ব্যানার্জি, তপন মন্ডল, ফারুক দফাদার, নুরুল হক মন্ডল, সাগর মন্ডল। পরিবেশিত হয় কবিতা আবৃত্তি, অংকন, যেমন খুশি সাজো প্রতিযোগিতা। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাকফুর রহমান ও অপূর্ব কুমার মন্ডল।