সরবত আলি মণ্ডল, কলকাতা থেকে:
কলকাতার পশ্চিমবঙ্গে গত৮ই ফেব্রুয়ারি ২০২৫ নেতাজী সুভাসচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সংলগ্ন কলকাতার ট্রান্সিটেল-এ জওহরলাল নেহরু জাতীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র (JNNYCTC)-এর ২০২৪ সালের ন্যাশনাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অত্যন্ত সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারা ভারতের বিভিন্ন রাজ্যের সম্মাননীয় ব্রাঞ্চ ডিরেক্টরগণ । এছাড়া উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তের সম্মাননীয় ও স্বনামধন্য ব্যক্তিবর্গ। উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট সংস্থার চেয়ারম্যান আব্দুস সালাম, শ্রীমতী আভা সিং (উত্তর প্রদেশ), ডাঃ সাইনুল ইসলাম বৈদ্য, (এক্স-হাউস ফিজিশিয়ানএস এস কে এম হসপিটাল) কলকাতা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পি এইচ ডি স্কলার মধুমিতা ঘোষ প্রমুখ । পাঞ্জাব থেকে মমতা জয়সওয়াল ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন এবং তাঁর মূল্যবান বক্তব্য ভিডিও বার্তায় প্রদান করেন, যেখানে তিনি JNNYCTC-এর সার্বিক সাফল্য কামনা করেন।
মঞ্চে অতিথি বরণের পর বিভিন্ন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরপর সর্বভারতীয় সংস্থাটির বিভিন্ন শাখাকেন্দ্রকে তাদের বর্ষব্যাপী কাজকর্মের নিরিখে সেরা-১০ অ্যাওয়ার্ড এবং সিলভার অ্যাওয়ার্ড -এ ভূষিত করা হয়। এই শাখাগুলি শিক্ষার্থীদের জন্য অক্লান্ত পরিশ্রম এবং তাঁদের নিরলস প্রচেষ্টার মাধ্যমে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে, যা তাদেরকে এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি এনে দিয়েছে। সংস্থার চেয়ারম্যান আব্দুস সালাম ডিরেক্টর দের হাতে ট্রফি এবং অ্যাওয়ার্ড শংসাপত্র তুলে দিয়ে বলেন, শাখাকেন্দ্রগুলি বছরভর অক্লান্ত পরিশ্রম করে এই সম্মান করেছে। তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্য সকলকে উদ্বুদ্ধ করে এবং তিনি ভবিষ্যতের জন্য নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করে। ছাত্র-ছাত্রীরাও নিজ নিজ ক্ষেত্র থেকে নিজেদেরকে প্রমাণ করে সেরার শিরোপা অধিকার করে নিয়েছেন।