মতিয়ার রহমান, মুর্শিদাবাদ:
ইতিহাস প্রসিদ্ধ জেলা মুর্শিদাবাদের উষ্ণীষে আরও একটি পালক যুক্ত হলো। পাবলিক স্কুল প্রতিষ্ঠার" রোল মডেল" মুর্শিদাবাদ। এই জেলার" মহসিন "মোস্তাক হোসেন নুরুল ইসলাম সাহেবের হাতে হাত রেখে আল আমিন মিশন প্রতিষ্ঠান তৈরি করে শিক্ষা জগতে বিস্ময় জাগিয়েছেন। এনেছেন শিক্ষাক্ষেত্রে একটি ঐতিহাসিক বিপ্লব। এই উদ্যোগে বিপুল সাড়া পেয়ে আউল বাউল ফকির দরবেশের বীরভূমী বীরভূম লাগোয়া উত্তর --পশ্চিম মুর্শিদাবাদের জঙ্গীপুর লোকসভা কেন্দ্রের অধীন কুশুমগাছি গ্রামে রবীন্দ্র নজরুল পাবলিক স্কুল ( উঃ মা)এর শুভ উদ্বোধন হলো গতকাল দুপুর দুটোয়। প্রতিষ্ঠানের প্রস্তর ফলক উন্মোচন করেন বিশিষ্ট সমাজসেবী শিক্ষাব্রতী ও শিল্পপতি আলহাজ্ব আব্দুর রাজ্জাক। স্কুল ক্যাম্পাসে একটি বৃক্ষ রোপন করা হয়।
শ্রীমতি রায়ের উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। প্রারম্ভিক ভাষণ দেন নব নির্মিত স্কুলের সম্পাদক এলাকার জনপ্রিয় প্রাইভেট টিউটর আবু তাহের। বক্তব্য রাখেন কবিগুরু কলেজ অব এডুকেশনের ডিরেক্টর মেহেদী হাসান, বিশিষ্ট অণুগল্পকার ও ভ্রামণিক মতিয়ার রহমান, বিশিষ্ট সমাজসেবী আসিফ ইকবাল রাসেল, গোলাম নবী আজাদ, গোলাম রসুল, সুশিক্ষক জাইমদ্দিন, বন্দে আলী, আব্দুল হাই , নবাব সিরাজউদ্দৌলা, মহম্মদ নূরুজ্জামান, মনিরুল হক, মহম্মদ সামাউন প্রমুখ। কথা কবিতা গানে নবান্নের শেষ অগ্রহায়ণের রোদেলা রোববারের দুপুরটা কখন যে সন্ধ্যার সাথে ডিউটি বদল করে ফেলেছে কেউ খেয়ালই করেননি।
এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ আবদুর রাজ্জাক। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রূপনাথ রায়।