মতিয়ার রহমান, বীরভূম ভারত থেকে:
গত ১৪ ই নভেম্বর। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওহর লাল নেহেরুর শুভ জন্মদিনটি পালন করা হয় শিশু দিবস হিসেবে।ফুল আর শিশু যাঁরা না ভালোবাসেন তারা মানুষ খুন করতে পারে। শিশু হলো ফুলের মতো। আমাদের প্রিয় "চাচাজী "নেহেরু শিশুদের ভীষণ ভাবে ভালোবাসতেন। তাঁকে শ্রদ্ধা জানাতে প্রায় সর্বত্রই আজ ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয় শিশু দিবস।
বীরভূম জেলার মুরারই বিধানসভার আমডোল নব বিদ্যায়তনে আজ স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিশু দিবস পালন করা হয়। শিক্ষিকা মেহেন্দি খাতুন ও সুখী ঘোষ মন্ডলের "ধনধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা " সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান উদ্বোধন হয়। প্রতিষ্ঠানের ছাত্র --ছাত্রীদের কবিতা নাচ ও গানে জমজমাট অনুষ্ঠান। দর্শক অতিথিদের সপ্রশংস দৃষ্টি আকর্ষণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমডোল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিপ্লব গড়াই, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা বন্ধু আশেক আলী, প্রাক্তন শিক্ষক অনন্ত মজুমদার প্রমুখ। তাঁরা ছাড়াও বক্তব্য রাখেন নব বিদ্যায়তনের স্হপতি কারিবুল সেখ ও প্রধান শিক্ষক গোলাম মোস্তফা। স্কুলের পক্ষে গোলাপ কুঁড়ি দিয়ে অতিথিদের বরণ করে নেয়া হয়। ছাত্র ছাত্রীদের সাথে অভিভাবক অভিভাবিকাদেরও জল খাবার ও দ্বিপ্রহরের খাবারের ব্যবস্থা রাখা হয়।
সভায় সভাপতিত্ব করেন গোলাম রসুল। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মতিয়ার রহমান।
বীরভূম জেলার লম্বাপাড়া কিন্ডার গার্টেনেও এই দিনটি শিশু দিবস হিসেবে পালন করা হয়। সারাদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। সঙ্গীত পরিবেশন করেন মৌমিতা চ্যাটার্জি। ছাত্র ছাত্রীদের কবিতা গান ও নাচে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের স্থপতি সাহেব আহমেদ।অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন কলহপুর এইচ এম কে এইচ হাই মাদ্রাসা ( উচ্চ মাধ্যমিক)র প্রধান শিক্ষক গোলাম সরওয়ার, শিক্ষা বন্ধু আশেক আলী, শিক্ষানুরাগী সেখ আব্দুল বারি, গ্রাম পঞ্চায়েত সদস্য কেতাবুল সেখ, অনুগল্পকার ও ভ্রামণিক মতিয়ার রহমান, রবীন্দ্র -- নজরুল পাবলিক এডুকেশনের শিক্ষক আবু তাহের প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুনন্দ মন্ডল। এখানেও অভিভাবক অভিভাবিকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।