ভারত সংবাদদাতা:
গত ২৭ শে ফেব্রুয়ারি ভারতের বীরভূম জেলার মুরারই এলাকার ধিতোড়া গ্রামে অনুষ্ঠিত হয়ে গেল সখিনা আর্ট স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক মিলনোৎসব। সকাল সাড়ে দশটায় আরিয়ান হোসেনের নজরুল সঙ্গীতের মধ্য দিয়ে সভার শুরু হয়। স্বাগত ভাষণ দেন সখিনা আর্ট স্কুলের প্রধান শিক্ষক রেজাউল হাসান রিপন। কথা কবিতা গান ও নাচে সমৃদ্ধ অনুষ্ঠানে শিক্ষার্থী শিক্ষার্থীনী অভিভাবক অভিভাবিকাদের উজ্জ্বল উপস্থিতি ছিল নজর কাড়া। শিল্পা আর্ট স্কুলের প্রধান শিক্ষক অনিরূদ্ধ ফুলমালী ও শ্রীমন্থীনী আচার্যের গান,রাদিয়া সুরাইয়া নিভা রাধিকার নৃত্য পরিবেশন উপস্থিত দর্শক সাধারণের হৃদয় মন জয় করে নেয়। শহীদুল ইসলাম আনসারী ও মেদিনীপুরের শালবনীর কণিকা মাহাতোর কবিতা অনুষ্ঠানে অন্যমাত্রা এনে দেয়। মঞ্চের পাশেই শিল্পী শিক্ষক রেজাউল হাসান রিপনের আঁকা অসাধারণ ছবি নিয়ে শিল্প প্রদর্শনী অনুষ্ঠানে এক অসাধারণ সংযোজন। এই প্রদর্শনীর উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি আবদুর রাজ্জাক, প্রধান অতিথি সুশিক্ষক মহ এমাদ উদ্দিন, উজ্জ্বল অতিথি সেমিম আলম,আশরাফ আলী প্রমুখ।
বিকেল পাঁচটা পর্যন্ত এই অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক শুভময় বসু, জহিরে আলম,সামসাদ হোসেন প্রমুখ। শিল্পী রেজাউল হাসান রিপন শুভময় বসু ও মহ এমাদ উদ্দিনের হাতে তাঁদেরই মুখের পোট্রেট তুলে দেন অনুষ্ঠান মঞ্চে।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক মহ এমাদ উদ্দিন বাদল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও নজরুল উৎসব কমিটির কর্ণধার সেমিম আলম, আশরাফ আলী, শিল্পা আর্ট স্কুলের প্রিন্সিপাল অনিরূদ্ধ ফুলমালী, হাসিবুল সেখ, সাদ্দাম হোসেন, শিক্ষক খাইরুল ইসলাম,শালবনীর শিল্পী শিক্ষক কণিকা মাহাতো প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী আব্দুর রাজ্জাক। অতিথিদের ব্যাজ ও গোলাপ কুঁড়ি দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান প্রতিষ্ঠানের পক্ষে নন্দিনী, মুশতারী, সিমরান, সুফিয়া, রাবিয়ারা।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অণুগল্পকার ও ভ্রামণিক মতিয়ার রহমান।