লেখকঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
১১ ই মার্চ পেশোয়ার গামী ট্রেন ৪৫০ জন যাত্রী নিয়ে হাইজ্যাক হয়েছে! পাকিস্তান নামক দেশ টা আমার পিতৃপুরুষের আজীবন শাসক পাঞ্জাবিরা! জন্ম থেকে আসল ইসলাম, আসল সত্যি, আসল ঘটনা তাদের মুখে রেডিও টেলিভিশনে কখন ও বলতে শুনি নাই। জন্ম হলো দেশটা ধর্মের ডামাডোলে, আজ মুসলমান আছে ইসলাম নাই! আয়ব্যয় হিসাব থেকে ১৯৭১ সালের যুদ্ধের প্রচার, কেন পূর্ব পাকিস্তান যুদ্ধ করে তা পশ্চিম পাকিস্তানের ভাইদের আজও জানতে দেয়া হয় নাই!
ট্রেন হাইজ্যাক ভারতের ঘাড়ে চাপিয়ে প্রচার করে যাচ্ছে এই কয়দিন ধরে! আসল ঘটনা বাংলাদেশের মত পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ "বেলুচিস্তান" জন্ম থেকেই আলাদা রাস্ট্র চায় এবং তারা সশস্ত্র সংগ্রামে লিপ্ত। তাদের মুক্তিযোদ্ধা সংগঠনের নাম B L A (বেলুচ লিবারেশন আর্মি)! পাকিস্তানের মোট ভূখন্ডের ৪০% বেলুচিস্তানের অধীনে অথচ তাদের জামির নিচের থেকে খনিজ তুলে নিয়ে সেনা শাসকরা বিলাসিতা করে আর তাদের লোকেরা না খেয়ে মরে! B L A অনেক আগেই ঘোষণা করেছে, তারা ট্রেন হাইজ্যাক করেছে! তাদের দাবী না মানলে মেরে ফেলবে ৪৫০ জন যাত্রী! অথচ পাকিস্তান রেডিও টেলিভিশন ভারতের চামড়া তুলছে!
প্রিয় পাঠক, যাদের দেশে এক কেজি আটা ৮০০ টাকা, এক কেজি গরুর গোশত ১৩০০ টাকা, যাদের দেশের দু'টো প্রদেশ স্বাধীনতার জন্য যুদ্ধ করছে, ট্রেন জিম্মি ছাড়াতে পারছে না, সেই দেশ বাংলাদেশের আভ্যান্তরীন বিষয় নাক গলাচ্ছে আর এদেশের কিছু "অশিক্ষিত-শিক্ষিত" রা গোঁফে তা দিচ্ছেন পাকিস্তানের সাহায্যে ভারতের সেভেন সিস্টার্স বা চীনের বেইজিং ও ঢুকে যেতে পারে!
পাঠক, ১৯৪৭ সালেও বেলুচিস্তানের শাসক আলাদা স্বাধীনতা নিয়েছিলেন! মোহাম্মদ আলী জিন্নাহ সেনা পাঠিয়ে বেলুচিস্তানের ভুমি দখল করে! তারা আজ পর্যন্ত ৩০২ টা আক্রমণ চালিয়েছে! এই বেলুচিস্তান হচ্ছে আগের " কালাত" যাদের নিজস্ব ভাষা সংস্কৃতি নাটক সিনেমা গান জারি সারি পূতি গীতি সব আছে! তাদের খনিজ আছে ৮০ টা মূল্যবান ধাতুর! বার-বার পাকিস্তান কেন্দ্রীয় সরকার তাদের হত্যা করছে। কোন বার ১৬০০০ তো কোনবার ১০ হাজার নিরস্ত্র জনগন যেন বাংলাদেশের অপর পিঠ! তারা ৭০% মানুষ দরিদ্র সীমার নীচে ও নিরক্ষর! পাকিস্তানের আর এক প্রদেশ "খাইবার পাকতুন" স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রামে গেছে!
পাকিস্তান হেরে গেছে এসব প্রদেশের কাছে তাই হাল ছেড়ে দিছে, পা চুলকাচ্ছে এসে বাংলাদেশে!
সিন্ধু প্রদেশের লোক দারুন ক্ষুব্ধ পাক সরকারের উপর!
মুজিবের মত জুলফিকার আলি ভুট্টা কে সরায়ে দেয়া হয়েছে! তার মেয়ে নুসরাত ভুট্টা কে সভায় বক্তৃতা দেয়ার সময় গুলি করে হত্যা করা হয়েছে ঠিক সেই মাঠে যেখানে প্রধানমন্ত্রী "লিয়াকত আলী খান" কে স্টেজে গুলি করে হত্যা করা হয়েছিলো!
পাকিস্তান এই মুহূর্তে আন্তর্জাতিক মানদণ্ডে Global Terrorist তালিকার শীর্ষে। গতকাল সম্ভবত আমেরিকা পাকিস্তানের প্রবেশ নিষিদ্ধ হয়েছে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায়। আমরা সেই বাংলাদেশ, মুক্তি যুদ্ধে দেশ স্বাধীন করা হিরো, পাকিস্তান পাছ মদদ মাং রাহা হায়, যো খোদ ভুখা মররাহা হায় উয়ো কেয়সে মদদ করেগা? বিশ্বের এক নাম্বার ব্যর্থ রাষ্ট্র পাকিস্তান বিশ্ব জরিপে! ঐ দেশ টার কোথায় ধর্ম আমি আজ-ও বুঝলাম না!
আমি অপরিনামদর্শী নির্বোধ ঘুমন্ত হাসিনা বিরোধী, আমার দেশের নেত্রী খালেদা বিরোধী কিন্তু বাংলাদেশ বিরোধী হবো কেন, কেন ফিরে যেতে চাইবো এমন ব্যর্থ রাষ্ট্র পাকিস্তানের কাছে? তৃতীয় নেতা খুঁজবো প্রয়োজন হলে ----
ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশকে ভালোবাসেন!